আমাদের কথা খুঁজে নিন

   

ফিশ ফিঙ্গার! অসাধারণ এক খাবারের নাম। রাঁধুন তবে নিজ হাতে!

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

লেডিস ফিঙ্গারের নাম অনেক শুনে থাকলেও ফিশ ফিঙ্গারের নাম হয়তো অনেকেই শুনেননি। ফিশের আবার ফিঙ্গার কি? ফিশ তো পাখনা নিয়ে জন্মায় আঙ্গুল নিয়ে নয় তাই নাম শুনে অনেকেই ভ্যাবাচ্যাকা খেতে পারেন, আপনাদের আশ্বস্ত করছি যে, ভ্যাবাচ্যাকা খাবেন না প্লিজ; ফিশ ফিঙ্গারই খাওয়াবো তাও আবার হাতে কলমে শিখিয়ে! উপাদানঃ ০১. চিংড়ি (মাঝারী সাইজের) ৪০০গ্রাম ০২. আদা বাটা - ১টেঃ চাঃ ০৩. রসুন বাটা - ১টেঃ চাঃ ০৪. কাঁচা মরিচ - ১টেঃ চাঃ ০৫. লবণ পরিমান - মতো ০৬. আজিনো মটো - কোয়ার্টার টেঃ চাঃ ০৭. লেবুর রস - আধা টেঃ চাঃ ০৮. গুল মরিচ - কোয়ার্টার টেঃ চাঃ ০৯. সয়া সস - ১ টেঃ চাঃ ১০. ধনে পাতা - আধা টেঃ চাঃ ১১. ডিম - ২টা ১২. ব্রেড ক্রিম - প্রয়োজন মত ১৩. তেল - ডীপ ফ্রাইয়ের জন্য। এবার তবে দয়া করে প্রণালী দেখার জন্য এখানে ক্লিক করুন। নিত্য নতুন রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।