আমাদের কথা খুঁজে নিন

   

স হজ সরল না বোকা?

আমার ব্যক্তিগত ব্লগ

বিদেশে গেলে যা হয়, দেশের কারো সাথে পরিচিত হলে মনে হয় কতো আপন। এমনি এক মহিলা (খালাম্মা বলতাম) আমাদের বাসায় বেড়াতে এলেন, আম্মার সাথে গল্পগুজবের এক পর্যায়ে আম্মা বললেন, "আপনার আংটিটা তো খুব সুন্দর! পাথর বসানো!"। উনি তখন ওনার আংটি এবং আরো কিছু গয়নার গল্প করলেন। একদিন এয়ারপোর্টে ওনারা ওয়েট করছিলেন, এদিকে খুব ক্ষুধা পেয়েছিল। এয়ারপোর্টে খাবারের দাম বেশি, তাই খরচ করারও ইচ্ছা ছিলোনা।

এমন সময় কাছেই একটা সৌদি পরিবারকে দেখলেন। তখনই ঐ পরিবারের মহিলার সাথে বসে খাতির লাগিয়ে দিলেন, দুপুরে খাবার সময় ওরা ঐ খালাম্মাদেরও খাওয়ালেন। তারপর খালাম্মা ব্যাগ থেকে কিছু বাংলাদেশি সুভ্যেনিয়র দিলেন, বাঁশ, বেতের কি যেন। সৌদি মহিলা অতিথির গিফট পেয়ে খুব খুশি। ওনার হাত দেখে দামি আংটি, চুরি খুলে গিফট করলেন।

বাংলাদেশি ঐ মহিলা, খুব হাসছিলেন, খুব গর্ব করছিলেন, কিভাবে ঔ সৌদি পরিবারকে ঠকালেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।