আমাদের কথা খুঁজে নিন

   

রূপ বদলে আটকে পড়া জীবন

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

[রং=ৎবফ][সাইজ=3]সাপের মত এঁকে বেঁকে চলা কথার মালা আষ্টেপিষ্টে বেঁধে ফেলে জীবন; কারও কারও কথাই হয় ওমন। ঝর্না পাহাড় হতে ভূমিতে নামে, ভূমিতে যদি ঝর্ণার উৎপত্তি হয় তাহলে......... খাদে নামবে নিশ্চয়। ও কথার উৎস মন না মস্তিষ্ক, গবেষনার নব্য বিষয়। টুপটুপ জলকনার আঘাতে গভীর খাদ তৈরী হতেও পারে ভূমিতে। জল জমতে থাকবে সেখানে তখন; রূপ বদলায় সৌন্দর্য কিন্তু বদলায় কি সৌকর্য? কথার আঘাতে রূপের বৈচিত্রে আটকে পড়ে তাই জীবন। 21/04/2005[/সাইজ][/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।