আমাদের কথা খুঁজে নিন

   

: শত বৎসরের এই জঙ্গল পাড় হয়ে



"horeen" ke ekhane ami ichchakrito vabe "hiron" likhechi jodio er ortho vinno... 21/08/2005 রাত গড়িয়েছে অনেক দূর ভোর হবার দিকে চিত্রল হিরনের বুকে তৃষ্ণা জেগেছে, ঝর্ণায় কিছুক্ষণ মুখ ডুবিয়ে রেখে আস্তে আস্তে হেটে যায় শান্ত খুঁড় ফেলে। ঝরনাটা এইখানে নদী হয়ে গেছে, তারপর, দুইধারে কুয়াশা এসে জমে এর মাঝে একদল ঘুমভাঙ্গা পাখি ঘুম ভেঙ্গে ডেকে উঠে পাতার ফাঁক গলে; সোনালী ডিমের মত সূর্য আকাশে ঝলসে গিয়ে পেঁচার চোখ অন্ধ হয়ে যায়: চিত্রল হিরনের বুকে তৃষ্ণা চিরকাল ফিরে ফিরে ঝরনার ঝল খেতে আসে। শত বৎসরের এই জঙ্গল পাড় হয়ে মানুষের হৃদয়ে আজও বিতৃষ্ণা বেশি ঘুম-ক্লান্তি, ব্যস্ততা, বিরক্তির ভিতরে ঘুরে ফিরে বারবার ভুল করে বসে তৃষ্ণা মেটায় নোংড়া নদীর জলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।