আমাদের কথা খুঁজে নিন

   

হকি সংকটের শেষ কোথায়

ওয়ার্ল্ভ্র লিগে ভালো করাতে অনেকে হকির ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভরাডুবির পর ব্যাপারটি পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের হকির মান কোনো অবস্থায় বাড়েনি। গ্রুপে দক্ষিণ কেরিয়া ও ভারতের কাছে বিধ্বস্ত ছাড়া ওমানের কাছেও শোচনীয় হার মেনেছে। শুধুমাত্র চাইনিজ তাইপেকে হারানোতে এশিয়া কাপে আট দলের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থান দখল করে। এতেই বুঝা যাচ্ছে হকি এখনো ঝুঁকির মধ্যে আছে।

কেন এ ভরাডুবি এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ বলছেন, যে পরিস্থিতিতে খেলোয়াড়রা অনুশীলন করেছে তাতে কোনোভাবে ভালো কিছু আশা করা যায় না। হ্যাঁ এ বক্তব্য একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কারণ এশিয়া কাপ ক্যাম্পে দলবদলের দাবি ও নির্বাচনকে ঘিরে খেলোয়াড়রা বাধাগ্রস্ত হন। বিশেষ করে বিশেষ এক মহল কোনোভাবে চাচ্ছিলেন না ক্যাম্প চলুক।

সত্যি কথা বলতে কি যে অবস্থা হয়েছিল তাতে জাতীয় দলের খেলোয়াড়রা এশিয়া কাপে খেলবেন কিনা তা নিশ্চিত ছিল না। ধন্যবাদ দিতে হয় খেলোয়াড়দের, এসব প্রতিকূলতার মধ্যেও তারা এশিয়া কাপে অংশ নিয়েছেন। কিন্তু তাই বলে ওমানের কাছে হারবে তা কি মানা যায়। ওয়ার্ল্ড লিগে যে দল দাঁড়াতেই পারল না তারা কিনা এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা খেলল।

খেলায় হারজিত থাকবেই।

কিন্তু এশিয়া কাপে বাংলাদেশের চরম ব্যর্থতায় কারো কারো মধ্যে রহস্য সৃষ্টি হয়েছে। পাকিস্তানের কোচ নাভিদ আলম দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে বলেছেন, খেলোয়াড়দের ভেতরে দেশপ্রেমের অভাব ছিল বলে ফলাফল হতাশাজনক হয়েছে। কোচের এ বক্তব্যে বেশ ক'জন সাবেক খেলোয়াড় আপত্তি জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে তারাই যদি বাংলাদেশের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে তাতেতো কষ্ট লাগবেই। হতে পারে নাভিদ আলম একটু বেশি বলে ফেলেছেন।

কিন্তু এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়াতে দল থাকা অবস্থায় ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে এশিয়া কাপে কোনো কোনো খেলোয়াড় নাকি ইচ্ছা করেই খারাপ খেলছেন। হকিতে এর আগেও খারাপ ফল হয়েছে। কিন্তু এ ধরনের গুঞ্জন কখনো শোনা যায়নি। কোনো বিষয়ে গুঞ্জন যখন উঠে তখন এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে।

কারণ এটা স্পষ্ট, যে মহল ফেডারেশনের নির্বাচনে বিরোধিতা করে আসছে তাদের সঙ্গে জাতীয় দলের বেশ ক'জন খেলোয়াড়ের সম্পর্ক রয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছিল এই গুঞ্জন উঠছে কেন? তিনি সরাসরি বলেছেন কেউ ইচ্ছা করে খারাপ খেলবে তা মনে হয় না। রহমত উল্লাহ হয়তো কৌশলগত কারণে ব্যাপারটি এড়িয়ে গেছেন। কিন্তু কারো কারো অভিমত বিষয়টি তদন্তেও প্রয়োজন রয়েছে। কোচ নাভিদ টুর্নামেন্ট সম্পর্কে ফেডারেশনের কাছে যে চিঠি দিয়েছেন সেখানে নাকি এই গুঞ্জনের কথা স্পষ্ট করে বলা হয়েছে।

তিনি নাকি কারো কারো নামও তুলে ধরেছেন। যাক তারপরও বিষয়টি নিয়ে ফেডারেশন কেন জানি নীরব রয়েছে।

এমনিতেই নানা সমস্যায় আছে ফেডারেশন। তাই এ মুহূর্তে হয়তো বা খেলোয়াড়দের ক্ষেপাতে চাচ্ছেন না। যাক ফেডারেশন নিশ্চুপ থাকলেও কিছু যে রহস্য জড়িয়ে আছে তার আলামত কিন্তু পাওয়া যাচ্ছে।

প্রশ্ন উঠতে পারে কীভাবে? দলবদল শুরু নিয়ে অনেক আগে থেকেই খেলোয়াড়রা সোচ্চার। এ নিয়ে তারা বেশ ক'বার ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে দেখাও করেন। অথচ জুলাই মাসে ফেডারেশনের সভাপতি নিজেই দলবদলের তারিখ ঘোষণা করেছিলেন। ছয় দলের আপত্তির কারণে তা হতে পারেনি। দলবদল মানেই খেলোয়াড়দের রুটি-রুজির ব্যাপারে।

তাই দেরিতে হলেও ফেডারেশন ২৯ অক্টোবর থেকে দলবদলের নতুন তারিখ ঘোষণা করেছে। অথচ মোহামেডানসহ ছয় ক্লাব এখনো বলছে বর্তমান কমিটি থাকা অবস্থায় হকির কোনো কর্মসূচিতে অংশ নেবে না। এতে করে পুনরায় দলবদলের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছয় ক্লাবের কারণে বারবার দলবদলে বিঘ্ন ঘটছে। সেখানে কিনা লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো খেলোয়াড় তাদের পক্ষেই কথা বলছেন।

দলবদলে অংশ নেবে না, অথচ মোহামেডান ঘোষণা দিয়েছে অক্টোবর থেকেই ছয় ক্লাব ক্রিকেটে বিপিএলের মতো হকিতেও একটি টুর্নামেন্ট করবে। এতে নাকি অঢেল অর্থের ছড়াছড়ি থাকবে। বিস্ময় লাগছে কোনো কোনো খেলোয়াড় প্রকাশ্য বলছেন এ ধরনের টুর্নামেন্ট হলে তারা অংশ নেবেন।

তাদের কাছে কি প্রিমিয়ার লিগ থেকে ছয় ক্লাবের টুর্নামেন্ট বড় হয়ে গেল? তাছাড়া যারা ফেডারেশনের কর্মসূচি বয়কট করেছে তাদের টুর্নামেন্ট বৈধ কিনা তা কি খেলোয়াড়রা বোঝেন না। আর এখানে অংশ নিলে তাদের কি পরিণতি হবে তাকি তারা জানেন না।

ছয় ক্লাব না হয় বিদ্রোহ ঘোষণা করেছে। খেলোয়াড়রাতো আর সে পথে যাননি। তাহলে এশিয়া কাপে ব্যর্থতা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা একেবারে মিথ্যে নয়। সত্যি বলতে কি হকি যেভাবে চলছে তা কোনোভাবেই মানা যায় না। ফেডারেশনের কর্মসূচি বাদ দিয়ে ছয় ক্লাব যখন আলাদাভাবে টুর্নামেন্ট করার সাহস দেখাচ্ছে।

তখন ধরে নিতে হবে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে। আর তারা কি এতই শক্তিশালী, ক্রীড়া পরিষদ বা ফেডারেশনের কিছুই করার নেই। তা হলে কি দেশের হকি কুচক্রীদের হাতে বন্দী হয়ে থাকবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।