আমাদের কথা খুঁজে নিন

   

পশু পাখির দাম আছে মানুষের কি দাম নাই

একদিন-প্রতিদিন

সুর ছন্দে উদীচী হত্যাকান্ডের বিচার দাবি শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান 'বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা', 'জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই'-এর মতো চেতনাদীপ্ত্রপ্রতিবাদী গান, আবৃত্তি আর তেজদীপ্ত বক্তৃতায় যশোর উদীচী হত্যাকান্ডের বিচারের দাবি জানানো হলো। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সংগঠনের সমন্বয়ে 'উদীচী হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচার আন্দোলন' নামে গড়ে উঠা সংগঠনের ব্যনারে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের আহবায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফের সূচনা বক্তৃতার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বক্তৃতায় তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে উদীচী হত্যা মামলার রায় ঘুরিয়ে দেয়া হয়েছে।

এরপর চলে বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় একক ও দলগত সংগীত এবং দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের আবৃত্তি। 'বোমা মাইরা মানুষ মারে, সন্ত্রাস কইরা মানুষ মারে এমন আজব দেশে ভাই, পশু পাখির দাম আছে মানুষের কি দাম নাই' গণসংগীতটি পরিবেশন করেন শিল্পী শাহ জামাল তোতা। আলতাফ হোসেন পরিবেশন করেন গণসংগীত 'চক্ষু খোলে একবার দেখ সবাইরে, এদেশে দুর্দিন জমেছে বহুদিন শোধিতে হইবে'। ক্রান্তি, কেন্দ্রীয় খেলাঘর আসর ও উদীচীর শিল্পীরা একে একে পরিবেশন করে অনেকগুলো প্রতিবাদী সংগীত, যেগুলো মুক্তিযুদব্দ থেকে শুরু করে প্রতিটি গণসংগ্রামে মানুষকে উদ্দীপ্ত করার জন্য গাওয়া হয়ে থাকে। বলিষ্ঠ ও ভরাট কণ্ঠে তারুণ্যের কবি প্রয়াত রুদ্র মুহাম্মদ শহীদুললাহ'র 'বাতাশে লাশের গন্ধ' কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তৃতা কালে নাট্যব্যক্তিত্দ্ব মামুনুর রশীদ বলেন, বিগত আমলে উদীচী হত্যাকান্ডের বিচার হয়নি। এ আমলে যে বিচার হলো তা হাস্যকর। এ ঘটনা মতাসীনদের আস্তাকূড়ে ফেলে দেবে। ভিন্নমতাবলম্বী হলে জোট সরকারের আমলে কেউ বিচার পাবে না উদীচী হত্যার বিচার না হওয়ার ঘটনায় আবারও তা-ই প্রমাণিত হলো_এ অভিযোগ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সস্পাদক গোলাম কুদ্দুছ। জাতীয় তেল গ্যাস রক্ষা আন্দোলনের নেতা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্ললাহ হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত সারা দেশে চেতনার আগুন, ঘৃণা ও বিক্ষোভের আগুন ছড়িয়ে দেয়ার আহবান জানান।

পরবতর্ী কর্মসূচি হিসেবে আগামী 5 আগস্ট মুক্তাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পরবতর্ী কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি ঘোষিত রায়ে যশোর উদীচী হত্যামামলার রায়ে সকল আসামীকে খালাস দেয়া হয়েছে-ত্রুটিপূর্ণ তদন্তের অভিযোগে। সে ঘটনায় 10টি নিস্পাপ প্রাণ শহীদ হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।