আমাদের কথা খুঁজে নিন

   

বীজ : ভূমি

শাফিক আফতাব এই দেখো সন্ধ্যা, বঁধুদের অপেক্ষার শব্দগুলো ভারি হয়ে উঠছে ভালোবাসাগুলো ফোটায় ফোটায় জমছে যুগলপাত্রে কেউ কাজ করে কেউ ঘুষ খেয়ে চালডাল চিনি কিনেছে একপেট খেয়ে সহবাসে লিপ্ত হবে গভীর তারাভরা রাত্রে। স্বচ্ছ হোক আর দুষিত হোক সৎ হোক আর ঘুষখাওয়া হোক ক্রোমোজমের প্রতিটি ফোটা থেকে জন্ম নেবে পবিত্র শাবক সেখান থেকেও উঠে আসবে দেশের শ্রেষ্ঠ সন্তান ভালো মানুষের পোলা কেনো হবে দেশের প্রখ্যাত শয়তান। দুধের মতোন অনেক সাদা লোকের সন্তান দেখেছি শ্রেষ্ঠ ক্রিমিনাল তাহলে ধানের বীজে দোষ ছিলো না আসলে ভূমিটির সমস্যা কুকুরের মতোন মউসুমে মউসুমে চাটে ভি্ন্ন ভিন্ন রমণীর গাল তার পিতামাতা কিংবা পিতামহ নামাজে বসে করেনি কি তপস্যা। সাদরে সার্ভ্যথনায় অতিথিরে জায়গা দিলাম বাড়ির অন্তপুরে সব ভুলে গিয়ে গালি দিলো মাত্র পেটের ভাত হজম হবার পরে। ০১.০৫.২০১৩ ( বিকেল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।