আমাদের কথা খুঁজে নিন

   

@ মুমিনের অভিধান

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

"তোমরা হয়ো নাকো হীনবল; করো নাকো চিন্তন তোমরাই হবে বিজয়ী; যদি তোমরা হও মুমিন" [সূরা আলে-ইমরান ঃ 139] মুমিনের অভিধানে 'হতাশা' শব্দটি থাকবে না কোনদিন নিরাশার সাগরে আশার প্রদীপ জ্বালাবে সে টিম টিম, আমরা মুসলেমীন! আমাদের পথে বাধার পাহাড় থাকবে তা চিরদিন। হতাশ বিবেকহীন! অথচ বিবেক বলছে সদাই নির্ভরো নিশিদিন, পরম প্রভূর সাক্ষাতই যদি পরিণাম শেষদিন সত্যের পথে কি আছে পাথার রুধিবে এ অমলিন? আদম মোদের পরম পিতা সে পতিলেন অাঁধারে আলোর ঝর্ণা ক্ষমার বাণী যে পাঠালেন তাহারে। ইউনূস হন মাছের আহার মহাসাগরের স্রোতে তাওবা গ্রহণে বাঁচালেন প্রভূ জীবনের সুপ্রভাতে। ইব্রাহীমেরে আগুনের মাঝে সাজালেন সৌখিন ইসমাঈলের কুরবানী আজো চেতনায় অমলিন। অন্ধকুপেতে কাঁদে ইউসুফ হিংসা-ঘৃণার বনে মৃতু্য-ফাঁদে করে বসালেন তারে মিসর-সিংহাসনে।

মূসার সমুখে ক্ষুধার্ত 'নীল' পশ্চাতে ফের'আওন দয়াময় প্রভূ বানালেন পথ সাহায্য রূপায়ণ। শূলী সমপ্রদায় ঈসাকে ধরতে ছুটলো দুঃসাহসে জানলো না তারা প্রিয় প্রভূ তাকে টানিলেন সকাশে। মুহাম্মাদকে হত্যার নেশায় উন্মাদ আপনজন ধুল্ ছুঁড়ে চোখে বাঁচালে বন্ধু আল্লাহ্ চির মহান। হও পরিপূর্ণ মুমিন! মুসলিম তুমি হতাশ অাঁধারে র'বে আর কতদিন? যুগে যুগে অম্লান! তোমার সাধনা, তোমাতে দয়া আর বিজয়ের জয়গান। মৃতু্যতে অমর চিরদিন! সত্যের তরে সংগ্রামী তুমি জীবনের প্রতিদিন।

25.07.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।