আমাদের কথা খুঁজে নিন

   

দেখতে আমি ভালোবাসি



দেখতে আমি ভালোবাসি দূর আকাশের গায় শুভ্র সাদা মেঘের পাহাড় সূর্য পানে ধায় দেখতে আমি ভালোবাসি ফুলের রঙীন পাতায় মৌমাছিটা ধ্যানে বসে মধু চুষে যায় দেখতে আমি ভালোবাসি ঐ মিনারের চূড়ায় "বউ কথা কও" যাচ্ছে গেয়ে নত হয়ে স্রষ্টায় দেখতে আমি ভালোবাসি আমার মাটির ফসলায় কৃষকের হিস্যা হচ্ছে যে ঠিক নাই কোনো হায় হায় দেখতে আমি ভালোবাসি সীমাহীন কল্পনায় হচ্ছি আমি প্রিন্সেস, চড়ছি প্রিন্সের ঘোড়ায় দেখতে আমি ভালোবাসি আমার সোনার বাংলায় সকল মানুষ এক সুরেতে এক আহাদের গান গায় দেখতে আমি ভালোবাসি আরো যে কত কিছু মনে হয় যেন ছুটছি আমি আলেয়ার পিছু পিছু । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.