আমাদের কথা খুঁজে নিন

   

অমি রহমান পিয়াল: What a wonderful world

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

1953 : ইরানের প্রধান মন্ত্রি মোসাদ্দেক কে অপসারণ , শাহ ক্ষমতায় আসীন। 1954 : গুয়াতেমালার গণতান্ত্রিক ভাবে র্নিবাচিত প্রেসিডেন্ট আরবেনয্ কে অপসারণ। 2,00,000 বেসামরিক নাগরিক নিহত। 1963: ভিয়েতনামিজ প্রেসিডেন্ট ডিয়েম আততায়ীর হাতে নিহত। 1963-75: সাউথ-ইস্ট এশিয়ায় 40,00,000 লাখ বেসামরিক মানুষ আমেরিকান সেনার হাতে নিহত।

সেপ্টেম্বর 11, 1973 : চিলির গনতান্ত্রিক ভাবে র্নিবাচিত প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দ , আততায়ীর হাতে নিহত। আগুস্ত পিনোশে'র ক্ষমতায় আরোহন। 5000 চিলিয়ান নিহত। 1977: আমেরিকান মদদে এল সালভাদরে সামরিক জান্তার আগমন। 70,000 সালভাদরিয়ান এবং 4 জন আমেরিকান সন্ন্যাসীনি (নান) নিহত।

1980: রাশিয়ানদের মারার জন্য ওসামা বিন লাদেন, হিজবুল্লাহ্ এবং অন্যান্য দেরকে ট্রেনিং এবং সিআইএ র্কতৃক 3 বিলিয়ন ডলার প্রদান। তারমধ্যে উল্লেখযোগ্য স্টিংগার সহজে বহনযোগ্য, বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র। আফগানিস্তান আক্রমনের পর্ূবে ওসামা এবং হিজবুল্লাহ্'র কাছ থেকে আমেরিকার তিনগুণ দামে ক্রয় করার চেষ্টা। বর্্যথ। 1981 : রিগ্যান সরকারের কনট্রা বিদ্্রোহীদের মদত।

30,000 নিকারাগুয়ান এর মৃতু্য। 1982: ইরানকে মারার জন্য সাদ্দাম সরকারকে বিলিয়ন ডলার সাহায্য। 1983 : ইরানকে গোপনে অস্ত্র প্রদান ইরাকিদের মারার জন্য । দুই মধ্যপ্রাচ্যীয় র্গদভের 9 বছর খুরোখুরি। একটা শিয়া (ইরান) , একটা সুনি্ন (ইরাক)।

1989 : পানামার প্রেসিডেন্ট এবং সিআইএ এজেন্ট ম্যানুয়েল নরিয়েগার বেয়াদবি এবং গ্রহ বাবার হস্তক্ষেপ। 3000 পানামিয়ান নিহত। 1990: আমেরিকান অস্ত্রের মহড়ায় ইরাকের কুয়েত দখল। 1991: আমেরিকার কুয়েত উদ্ধার । পাপা বুশ তখন ক্ষমতায়।

1991-এখনো : সাপ্তাহিক রুটিন বেসিসে ইরাকে বোমা র্বষণ এবং র্অথনৈতিক অবরোধের কারণে ইরাকে 5,00,000 এর র্উধে শিশু নিহত। 1998 : সুদানে অস্ত্রের কারখানায় বোমা র্বষণ এবং ধ্বংস। ঐটা ছিল সুদানের (সম্ভবত একমাত্র) ঔষধ কারখানা। ক্লিনটন তখন ক্ষমতায়। 2000-01 : তালেবান শাসিত আফগানিস্তানকে আমেরিকার 245 মিলিয়ন ডলার সাহায্য।

সেপ্টেম্বর 11, 2001 : আমেরিকান ট্রেনিং প্রাপ্ত ওসামার টুইন টাওয়ার এ্যাকশন , 3000 আমেরিকান নিহত। এবার চিন্তা করুন এই ঘটনা গুলোর ফুটেজ দেখছেন, ব্যাকগ্রাউন্ড স্কোরে ভেসে আসছে বিখ্যাত আফ্রিকান-আমেরিকান গায়ক লুই অর্ামস্ট্রং এর সেই গান , WHAT A WONDERFUL WORLD Singer : Louis Armstrong I see trees of green, red roses too I see them bloom for me and you And I think to myself, what a wonderful world I see skies of blue and clouds of white The bright blessed day, the dark sacred night And I think to myself, what a wonderful world The colours of the rainbow, so pretty in the sky Are also on the faces of people going by I see friends shakin' hands, sayin' "How do you do?" They're really saying "I love you" I hear babies cryin', I watch them grow They'll learn much more than I'll ever know And I think to myself, what a wonderful world Yes, I think to myself, what a wonderful world Oh yeah মাইকেল মুরের '' Bowling for Columbine '' ছবিটা অনন্য হয়ে যায় এখানেই । এই ছবির রিভিউ আরেকদিন লিখব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।