আমাদের কথা খুঁজে নিন

   

গো ব্যাক! গো ব্যাক!



ব্রাজিলের কোচ ভিসেন্ট ফিওলা একটানা 'গো ব্যাক, গো ব্যাক' বলে গলা ফাটাচ্ছেন। কিন্তু কে শোনে কার কথা? ডিফেন্ডার নিলটন স্যান্টোস বল নিয়ে ক্ষ্যাপা মোষের মতো সামনে এগুচ্ছেন। 1958 বিশ্বকাপ। অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিল 1-0 ব্যবধানে এগিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে নিলটন কেন জানি নোটিশ ছাড়া ক্ষেপে গেলেন।

আর অগাধ ফুটবল জ্ঞানের কারণে যাকে 'দি এসাইক্লোপেডিয়া' নামে ডাকা হয়। ডিফেন্স ছেড়ে তার এভাবে সামনে এগিয়ে যাওয়াকে কোচ ফিওলা সহজভাবে মানতে পারলেন না। পাশর্্বরেখা বরাবর ছুটে তিনি থামাতে চাইলেন নিলটনকে। ততক্ষণে সেন্টার লাইন পেছনে ফেলে দিয়েছেন নিলটন। চমৎকারভাবে কাটালেন দুজনকে।

কি আর করা? মাথা নিচু করে স্থূল দেহের অধিকারী হতাশ ফিওলা ফিরছেন নিজের আসনে। এদিকে টিমমেটরা পাস চেয়েও বল পেলেন না। নিলটন বল নিয়ে একাই লড়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত গোল করে ছাড়লেন। ধারাভাষ্যকারদের ভাষায় : 'সত্যিই বিপজ্জনক গোল'। ম্যাচ শেষে তৃপ্ত কোচ ফিওলা বললেন :'তুমি কি আমাকে দেখনি? আমার আদেশ কি শুনতে পাওনি? আমাকে দেখেছ এবং আমার কথা শোনার পরও এতো চমৎকার গোল দিতে পারলে? সাবাস নিলটন, সাবাস!'


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।