আমাদের কথা খুঁজে নিন

   

ডিভি লটারী

টুকিটাকি ভাবনাগুলো

প্রতি বছরের মতো এই বছরও আমেরিকার ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম বা ডিভি লটারী সম্পন্ন হয়েছে । বাংলাদেশ থেকে পেয়েছে এবার প্রায় 5900 জন যা এশিয়ার সর্বোচ্চ । প্রাথমিক বাছাই হয়েছে 82,000 জন যেখানে মোট দরখাস্ত পরেছিল 55 লাখ । সেই মোতাবেক সাক্সেস রেট হচ্ছে 1.5% । (Lei) ঐকিক নিয়মে বের করা যাচ্ছে যে প্রায় 4লাখ লোক বাংলাদেশ থেকে এপ্লাই করেছে । অর্থাৎ এত স:খ্যক লোক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে চায় । যে বিষয়টা এবার আমার দৃষ্টি কেড়েছেসেটা হলো আমাদের রাষ্ট্রের একটি অঙ, সরকারী পোষ্ট অফিস টাকার বিনিময়ে ডিভি লটারী পুরনে সাহায্য করেছে (কারোকি এডগুলো মনে পড়ছে?). অজ পাড়াগায়ে, যেখানে ইন্টারনেট কানেকশন নেই বললেই চলে ওইখানে পোষ্ট অফিস ভালই ব্যবসা করেছে । এখন আমার প্রশ্ন হলো রাষ্টের্র কি নীতিগতভাবে উচিৎ এরুপ কাজে আংশ নেয়া? নাকি আমাদের নেতারা এবং সরকার চান দেশের লোকেরা নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে মাইগ্রেট করে চলে যাক? শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে 2050 সালে এদেশের জনসংখ্যা দ্্বিগুন হলে উনি কিভাবে সামলাবেন, তখন তিনি বলেছিলেন: "আমরা ওদের আমেরিকা পাঠিয়ে দেব" । (Drm)

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।