আমাদের কথা খুঁজে নিন

   

এটা কবিতা হলোনা, এটা দূর্বল মনে মানব হওয়ার কষ্ট

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

[ইটালিক]হৃদয়ের বাহিরে নারিকেলের খোলস নিয়ে যখন ভাবতে বসি সুদূর কোন ভূখন্ডে বোমার স্পিলিন্টারে কিম্ভুত নকশায় বিকৃত অবুঝ কোন শিশুর নরক যাতনা, ভাবনার সূর্য ভর দুপুরেই অচেনা দিগন্তে মুখ লুকায়। থেমে যায় হাত যখন লিখতে যাই কবিতায় সেই শিশুটির কথা যার মা পড়ে আছে আত্মাবিহীন, লাল তরলে নিথর আর পাশে মা মা চিৎকারে বোমার জ্বালানো ধোয়ায় খোড়াতে খোড়াতে,সে হোচট খায় ধ্বংস স্তুপে। অর্বাচীন মেনে নিতে নিজেকে একটুও কষ্ট হয়না কিন্তু অযোগ্য পৃথিবী বাসী মনে হয় যখন দেখি টিভি পর্দায় স্পেশাল এফেক্টে গড়া মুভির চেয়ে কোন ভয়ংকর ঘটনা বাস্তব হয়ে ওঠে এই পৃথিবীর ই বুকে এবং পৃথিবী গিলে খায় পৃথিবীরই বুকে সজীব নিরীহ লাখ প্রাণ। এক চোখে মিসাইলের নখর থাবার ছাপ অন্য চোখে মানুষ হয়ে মানুষেরই প্রতি ভীতি নিয়ে চেয়ে আমার পাণে প্রত্রিকায় এক কচি প্রাণ, আমি লজ্জায় মুখ লুকাই , পাশেই ধ্বংস নেশায় মত্ত জাতির ঘরে বেড়ে ওঠা কোমল শিশু মিসাইলের গায় ভালবাসার বাণী লিখে উপহাস নামের ছেলে খেলায় মুখে ছড়ায় হাসি, আমি মরে যেতে চাই , এ পৃথিবীতে আমার লুকিয়ে পালাবার যো নাই , কেউ ধ্বংস ছাড়া কিছু বোঝেনা। কোথায় যাব।

আমি ইহুদি মুসলিম বুঝিনা। মানুষ হয়ে জন্মেছি , মানবতা বুঝি। গরু ছাগল মরছে দে দারছে মানুষ মরলেই পৃথিবী আমাকে কাদায়. কই ওই স্বার্থান্বেষী, হারামীর দল তো কাঁদেনা, ওরা পৃথিবীতে যোগ্য, পৃথিবী ওদের ভালবাসে । পৃথিবী কে বুঝতে চেয়েছি দূর্বলতায়, দেখেছি সেও কাদে নিরবে গভীর থেকে গভীরে। মানুষকে ভালবেসে পৃথিবী যে ভুল করেছে সে লজ্জায় তার গোপন রোদন।

আমি সেখানে যাব পৃথিবীর সাথে তার গোপন কান্নায় অংশ নেব আমি মুখ দেখাতে লজ্জা পাই নিজেকে আয়নায়। কবিতা লেখার হাতে ভাষা মরে যায় লাখ অবুঝ নিষ্পাপ শিশু আর লাখ নিরীহ নর নারীর শব দেহের বোঝায় পৃথিবীর বুক বিষাক্ত হয়ে ওঠায়। যুদ্ধের ডামাডোলে যারা নিজের পায়ের তলের মাটি খুবলে খায়, স্বজাতির রক্তে গোসল করে তাদের চেহারা আমার কবিতার পথে বাধা টানে। কবিতায় আমি মনকে ছড়াতে পারিনা , মনও মরে গেছে বোমার ধোয়ায় আর লাশের গন্ধে। [/ইটালিক] ----------21/07/06, মামুন ম. আজিজ ছবি সূত্রঃ [লিংক=যঃঃঢ়://লধরলধরফরহ.পড়স/ারবথিহবংি.ঢ়যঢ়?ঘবংি-ওউ=6900্রংংঁব=44্হধাথরফ=1]যায় যায় দিন[/লিংক]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।