আমাদের কথা খুঁজে নিন

   

@ নৈঃশব্দের শব্দাবলী

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

সবগুলো শব্দ না হয় নাই বা দিলাম নৈঃশব্দ থেকে কি নেয়া যায় না তার কিছু? কালের বুকে ঝিকমিক করে পদ্যের উঠোন এক খণ্ড কালো মেঘ উড়ে যায় বায়ুবীয়তায়; আমাদের চেহারাগুলো হয়ে উঠে মলিন স্তব্দ হয় সোন্মাদনায় ব্যাকুল আমার ক্ষুদ্র হৃদপিণ্ড। অনেক খেয়েছি আছাড় বহুদিন-রাত সময়ে, কাগজে তোমাদের দোঅাঁশা মাটির পিচ্ছিল জমিনে, মনে বিকেলের শব্দগুলো রাতের সুরে শোনায়নি আমায় কেউ কান পেতেছি বন্যার জলে, ডাক পিয়নের ঝোলায় প্রাচীন অশত্থে ঐন্দ্রজাল বুনে মৌসুমী কালো পাখি গদ্যগুলো গান হয়ে কড়া নাড়তো কুড়ের কপাটে আমি আর ভোরের অপেক্ষা করিনি, বুঝেছি অাঁধারের যাত্রী তোমাদের ঘুম ভাঙ্গার আগেই... শুনেছ কি পাখালী? অক্ষরগুলো সব কোষ, অনিয়ন্ত্রণে বেড়ে উঠে গ্রন্থশরীর বুকের মানচিত্রে সবগুলো পাথুরে অঞ্চল; আমি বড় একা গ্রন্থনার মলাটে রঙ মেখে মেখে সব তুলি অর্ধেক; অজানা সময় গোছানো শব্দ কাঁদে হৃদয়-গ্রন্থাগারে হায়! কেউ নেই শুনিবার! 19.07.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।