আমাদের কথা খুঁজে নিন

   

নদী



বৃষ্টি ফোটা তপ্তশ্বাস ফেলছে আর বিলাপ করছে। বিলাপ মৃত্তিকা তল ভেদ করছে। বাচ্চারা বৃষ্টিফোটা পাত্তা দিচ্ছে না। বিলাপ নদীর বুকে অহেতুক ঘুরে বেড়ায়। নদী কী বিলাপের শব্দ ভুলে যাবে? নদী কী পারবে বন্দুক ও কান্নার শব্দ ভুলতে? নদী কী পারবে সেসব ছোট্ট মুঠোহাত ও খালি পা ভুলতে? বাতাস তপ্তশ্বাস ফেলছে আর বিলাপ করছে। বিলাপ নদীর বুকে ঘূর্ণি তুলেছে। বাচ্চারা বাতাসের সাথে এলোমেলো ঘুরছে। বিলাপ পড়ন্ত বৃষ্টির সাথে ঘুরছে। শীন কাইঅঙ-নিম ভাষান্তর: ফকরুল চৌধুরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।