আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের সন্ধানে

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

এই আষেঢ়ের মেঘ! শোনো- তুমি কি আমাকে কিছু শব্দ উপহার দেবে? আমি ভালোবাসার এক অনন্ত কবিতা লিখবো। রংধনু আকাশ! তুমি শোনো- অজস্র ভালোলাগার শব্দ তুমি দাও যেন লিখতে পারি ভালোবাসার একগুচ্ছ অমর কবিতা। এই ভোরের দূর্বা! তুমি এতো নিষ্ঠুর-কৃপন কেন? কেন, তুমি কি বোঝনা কি লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছি আমি। একটি সুন্দর সাবলীল সি্নগ্ধ-শান্ত উচ্ছল শব্দ হন্য হয়ে খুঁজে খুঁজে ক্লান্ত আমি এক শব্দ বঞ্চিত পথিক। তুমি কি আমায় দিতে পারনা শব্দ উপহার যা কখনো কোনো কবি খুঁজে পায়নি কোনো অভিধানে, কিংবা ভালোবাসার শব্দ ভান্ডারে যার নেই কোনো অস্তিত্ব! দেবে নাকি তুমি আমাকে কিছু শব্দ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।