আমাদের কথা খুঁজে নিন

   

@ ছোট্ট বোন

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

ছোট্ট বোনের নামটি অতি মধুর রুকাইয়্যাকে লাগছে প্রাণের অদূর। প্রভাত কালের ছোট্ট খুকী এসে মাথার কালো ফসল ধরে শেষে যেই না কষে টান আঁতকে উঠে প্রাণ ঘুম রূপসীর প্রেমে আমায় ভুলে আর কতকাল থাকবে গো মুখ তুলে চাও না গো ভাই দুটি অাঁখি মেলে এমনি শত বায়না যেতো খেলে সেই হারানো ভোরে অথৈ ঘুমের ঘোরে। স্বপ্ন দেখার সেদিন ফিরবে কবে ফিরবে হয়তো ফুলকলি না রবে হয়তো ফিরে বউ সাজাতে হবে মামা আমার ফুল পাখিরা ক'বে এইতো জীবন হায় ধরে রাখা দায়। 02.09.2000 রয়েল কমিশন, ইয়ানবো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।