আমাদের কথা খুঁজে নিন

   

কবে লিখবে যুদ্ধের কবিতা, প্রেম- দ্রোহের কবিতা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

( প্রয়াত কবি ত্রিদিব দস্তিদার স্মরণে ) দেশের জন্য যুদ্ধ করেছ, বেঁচেছিলে কবিতার জন্য প্রেমে দ্রোহে তুমি লেখ বাক্যস্তুতি! নিয়েছ বুকে চেপে কবিতা কে যার জন্য সারাজীবন অকৃতদার কাগজের পূর্বে হৃদয়ে লিখেছো সঙ্গোপনে কবিতা ''হৃদয়ের কথা বলিতে মানা" বলে অভিমানে অকালে কবি ত্রিদিব দস্তিদার যুদ্ধের পৃথিবী থেকে হেমন্তের পাখির মত অজানা চন্দন বনে উড়াল দিলে। কবে লিখবে যুদ্ধের কবিতা? যাবেনা আর দেশের জন্য পাকসেনাদের হাড়-গোড় ভাঙ্গতে............ দুগ্ধবতী মা তাঁর সন্তান কে লালন করে বুকে চেপে তোমার জন্য কাঁদে মেঘবতী নারী,বৃষ্টি ঝরে জলজ চোখে ফুটবে -জলজ ফুল। যুদ্ধের জন্য নিবেদিত প্রাণ, সংস্কৃতির প্রথম লাইনে সগর্বেদাঁড়াতে। কবি ত্রিদিব দস্তিদার যুদ্ধ কি দেশ থেকে চলে গেল......? তোমার সঙ্গে ধুমায়িত গরম চায়ের পেয়ালার মত! হেমন্তের সব কবিতা আজও শাদা কাগজ হয়ে রইল! কবি ত্রিদিব দস্তিদার মুড়ি খাও,ঠোঙ্গাপড়ো, আজিজ সুপার মার্কেটে সবান্ধবে কবিতা উৎসবে, থমকে গেলে চিরদিনের তরে.......... দেশের জন্য যুদ্ধ করেছো, বেঁচেছিলে পদ্যপারমিতার জন্য' প্রেমে দ্রোহে তোমার মতন করে প্রেমিক কবি কোথায় পাব ত্রিদিব দস্তিদার? কোথায় পাব কবিতা প্রেম, কবে লিখবে যুদ্ধের কবিতা, পারমিতার জলজ চোখে আজ শুধু দ্রোহ আর দ্রোহ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।