আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে ফেরার গান

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আমি গাই ঘরে ফেরার গান উতলা কেন এ প্রাণ, শুধু যে ডাকে ফিরে আমাকে বিদেশ বিঁভূইয়ে পড়ে আছি তবু ছাড়ে না কেন ছাড়ে না পিছুটান । আমি তাই, এখনো ক্লান্তিহীন চলেছি রাত্রি দিন শুনি চমকে যাই থমকে , কোথা হতে যেন ভেসে আসে সুর চেনা খুব চেনা, মন মাঝে অমলিন । ফিরবো বললে ফেরা যায় না কি পেরিয়েছো দেশ কাল জানো না কি এসময় । এখনো সামনে পথ হাঁটা বাকী চাইলে ও দিতে পারবে না ফাঁকি নিশ্চয় ; আমি চাই , ফিরে যেতে সেই গাঁয় বাঁধানো বটের ছায় সেই নদী তীর , হাওয়া ঝিরঝির মনের গভীরে পড়ে থাকা যতো স্মৃতি-বিস্মৃতি কখনো কি ভোলা যায় । আমি প্রায়, এখনো খুঁজি সে দেশ জানি নেই অবশেষ মরিচীকা হায় স্বপ্ন দেখায় শৈশবে আর ফেরা যাবে নাতো নেই পথ নেই , হারিয়ে গেছে সে দেশ । ------ ঘরে ফেরার গান মহীনের ঘোড়াগুলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।