আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিয়ে দিলে আমায় তুমি , উপহারের ছলে ... উৎসর্গ ঃ একজন অসম্ভব ভাগ্যবান কালপুরুষকে



গেলবার অফিসের ট্রেনিং এ ব্যাংকক থেকে হুমায়ন একসেট কুশন কভার এনেছিল , চোখ জুড়ানো সুন্দর আর নিঃন্দেহে দামী । আমার বান্ধবী নাসরিন আফসোস করে বলেছিল '' ইস্ , হুমায়ন ভাই দুই সেট আনতে পারলো না ?'' মধ্যবিত্তের জীবনে হাই ইগো নিয়ে বাঁচা মুশকিল , হুমায়নকে ছাড়তে হলো চাকরী । খুব দুঃসহ কয়েকটা মাস । কোথা থেকে খাবার এসেছে , বাসা ভাড়া এসেছে হুমায়ন জানেনা , তাকে জানতে দেয়া হয়নি । কেবল মাঝে মাঝে তার মনে হতো বাসায় কি কি যেন নেই নেই লাগছে ।

একদিন হুমায়ন জিজ্ঞেস করলো " আচ্ছা আমি যে কুশন কভার গুলো এনেছিলাম ঐগুলা কই ? " জবাব দিয়েছিলাম " নাসরিন এত্ত পছন্দ করেছিল যে ওকে দিয়ে দিয়েছি " । হুমায়ন জানতেও পারেনি ঐ টাকা কয়টা দিয়ে সে মাসের বাজার হয়েছিল । কভার গুলো আমি নাসরিনের কাছে বিক্রি করে দিয়েছিলাম । আজ 10 বছর পার হয়েছে । আমরা আমাদের ভুলে যাওয়া সাধ গুলো একটু একটু করে আবার পুরণ করছি ।

বিবাহ বার্ষিকিতে প্রিয় বন্ধুদের দাওয়াত করলাম । যাবার সময় নাসরিন আমার হাতে একটা প্যাকেট দিয়ে বললো " দ্যাখ " । দেখলাম 10 বছর আগের সেই কুশন কভারগুলো - অবিকল , স্পর্শহীন । কতক্ষণ প্যাকেট টা বুকে জড়িয়ে ছিলাম , মনে নেই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.