আমাদের কথা খুঁজে নিন

   

কবি আজন্মা বেহায়া মনুষ্য জাত

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কবি বিকলাঙ্গ! কবির নাই লিংগ! কবিতে কবিতে ভরিয়াছে এ বংগ দ্বন্দ্ব - ছন্দ মিলাতে কবি হন্তধন্ত কারো ছুটেছে ঘাম! কারো বা দন্ত! কবি কুত্তা - কবি সেদ্ধ আলুভর্তা কবির পিঠেতে শেয়ালের চামড়া সব মরে শোকে কবি শুধুই বকে ছাই ভস্ম বিড়ি ফোকা গন্ধ মুখে! কবি পূর্ণিমা কবি শক্ত আমাবশ্যা কবি শুয়োর, শয়তান তালেবশ্যা কবি স্বপ্ন কবি র্সবক্ষণ রতি ক্লান্ত কবির কাছে ভালোবাসা চির অন্ধ ! কবি তালগাছ কবি কাটে কচুগাছ কবি নিন্দুক কবি যদি কখনও পাস দুঠ্যাং এর মধ্যিখানে দেখবি নির্ঘাত ঘুমাচ্ছে আজন্ম বেহায়া মনুষ্য জাত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।