আমাদের কথা খুঁজে নিন

   

** ইতিহাসের নেকাব ঃ ফিলিস্তিন

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

ঘনিয়েছে কালো রাত বহুকাল থেকে জলপাই আর ডুমুর ভরা উপত্যকায় ইতিহাস তুমি নেকাব পরো এবার মুকাদ্দাসের অলি-গলি কলংকিত রক্ত-বন্যায়। ছলনা, শঠতা আর দ্বিমুখীতার অাঁতুড়ে জন্ম পৃথিবীর নিকৃষ্ট অভিশাপধারী; ইয়াহূদীবাদ প্রেরিতদের কাটা মণ্ডুতে সাজায় প্রিয়ার উপহার শিশু 'দোররা'র বুক থেকে এখনো ঝরে সেই রক্ত গো-বৎস পূজারী ঈসা'র শত্রুরা এখন গীর্জার আড়ালে, সিপাহীর আগলে রাখা সিনাগগের দেয়ালে কান পাতলে ইতিহাস তুমি শুনতে পাবে নির্যাতিতের আর্তনাদ। সময়কে কাগজের বুকে ধারণ কর, খুঁজে কি দেখেছো গণমানুষের বুকের গভীরে লুকানো ইতিহাস? দেখেছ কি ট্যাংক-মেশিনগানের সাথে পাথরের লড়াই? গল্পের শিশু সৈনিকদের দেখেছ কি বাস্তবের ময়দানে? জয়তূনের বীচির মত ঘুমন্ত ওরা সিনাইয়ের পবিত্র ভূমিতে। সেখানে মায়েদের অশ্রু ঝর্ণার মতই নিরন্তর বহমান প্রতিটি গর্ভ সেখানে যোদ্ধা-মায়ের সমর দূর্গ প্রতিদিন জন্ম নেয় প্রজন্মের আজন্ম পাথর-সৈনিক! মানবিতিহাসের এক বিরল অধ্যায়, বিলুপ্ত চেতনায় কি দেবে ফিরিয়ে তুমি প্রাণের বিনিময়, রক্তের প্রতিশোধ! কি করে লিখবে অবিদিত কথা, বিবেকের এই নির্লজ্জতা তোমার কলমে ভর করে আছে গল্পকারের মাথা; যেখানে বাঁচার অধিকার আদায়ের শিশু হয় সন্ত্রাসী অসহায় নারীর অশ্রু-রক্ত শুক্নো কাগজে পানি। ভাইয়েরা বলছে- 'করিও ক্ষমা'; বিখণ্ডিত মহাদেহ পায়ের কাঁটা তুচ্ছ এখন, বিদীর্ণ বক্ষেও নেই ব্যাথা কি দেব জবাব বিচারের দিনে বলে দাও ইতিহাস! আমি দুর্বল বলে ঘুমন্ত একথা বিশ্বাসীও না কভূ দু'কান পেতে রাখ ইতিহাস তুমি নিকট-ভবিষ্যতে শুন্বে পাথরের কথা, শুন্বে গাছেদের ঘৃণা-প্রতিবাদ আড়ালে লুকানো ইয়াহূদী শত্রু, এই নাও প্রতিশোধ! 05.07.2006 মদীনা, সৌদি আরব। ছবিটির জন্য কৃতজ্ঞ যেখানে ঃ http://www.lahaonline.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।