আমাদের কথা খুঁজে নিন

   

বলা নাই কওয়া নাই মায়ানমার সামরিক জান্তা সেদেশে নিষিদ্ধ করে দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও জিমেইল

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

বলা নাই কওয়া নাই মায়ানমার সামরিক জান্তা সেদেশে নিষিদ্ধ করে দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও সর্ব প্রথম 2 গিগাবাইট ফ্রি ডিস্ক স্পেস প্রদানকারী মেইল সার্ভিস জিমেইল। এর ফল স্বরূপ সেদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা এ দুটি সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় পত্রিকা মিজিমার প্রকাশিত সংবাদে জানা যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায় সপ্তাখানেক ধরে এসব সাইটগুলোতে ঢুকার চেষ্টা করেও পারছে না। ঢুকার চেষ্টার করলেই জানানো হচ্ছে প্রবেশাধিকার সংরক্ষিত (Access Denied)। এতে অনেকেই তাদের গুরুত্বপূর্ণ ই-মেইল দেখতে পারছে না। ফলে সাধারণ মানুষের পাশাপাশি সবচে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদেশের ব্যবসায়ীরা। মিয়ানমারের একমাত্র ইন্টারনেট সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বাগান সাইবারনেট জানায়, দুটি সাইটেরই প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য্ল, তথ্য আদান প্রদান রুখতে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ইয়াহু ও হটমেইল-এর মতো ওয়েবসাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলা ভাষা-ভাষীদের জন্য সুখবর হল অচিরেই আসছে জিমেইলের ইউনিকোড ভিত্তিক বাংলা ভার্সন। সূত্রঃ BurmaNet News http://tinyurl.com/z4mxt

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।