আমাদের কথা খুঁজে নিন

   

যদি কোনদিন প্রেমিক হয়ে উঠি

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

একদিন আমি উড়ে যাব ধুলো ঝড়ে যখন মোহন বাঁশিতে বেজে চলবে জীবনের সুর তখন তুমি জানতে চেয়না কেন আমি চলে যাচ্ছি এই অবেলায় হয়ত আমি উড়তে থাকব ফাগুনের পাগল করা বাতাসে যখন প্রেমিক যুগলেরা বেরিয়ে পড়বে পথে আর রাজপথ জুড়ে সম্ভাষণ জানাবে লাল নীল পতাকা তখন তুমি জানতে চেয়না কেন আমি বেঁচে ছিলাম তোমার সি্নগ্ধ ভোরে কেন তোমার বিছানো অাঁচলে শুয়ে ছিলাম কোমল শিউলি হয়ে শুধু মমতার সবুজে রাঙ্গিয়ে দিও আমার চোখ একদিন আমার চোখে আর থাকবেনা খয়েরি বটের রং শুধু শরতের কাশফুলের মত ভেসে যাব নদীতে নদীতে তখন তুমি জানতে চেয়না কেন আমি ভেসে যাচ্ছি এই স্্েরাতে আমি শুধু ছুঁয়ে থাকব সোনালী রুপালী আঁশ ঝকঝকে রুপোর মত চমক দেবে আমার পাখনা তখন তুমি জানতে চেয়না কেন আমি বাঁধা পড়িনি কোন জালে আমাকে তুমি যেতে দিয় নীলাভ ডলফিনের সাথে সেখানে, যেখানে সব স্বপ্নের মোহনা এসে মেশে একদিন মোহনা ছাড়িয়েও আমি চলে যাব কালো সাগরের দেশে যেখানে নোঙ্গর করা থাকবেনা কোন জাহাজ, থাকবেনা কোন বিুব্ধ ঢেউ তখন তুমি জানতে চেয়না কেন আমি ছুটে চলেছি ঘর থেকে এত দূরে আমার বেগুনী চুল শুধু ভেসে যাবে শূণ্য অপার্থিবের সুরে কখনো নত্রের লেজে জড়িয়ে যাবে আমার দুই বাহু তখন তুমি জানতে চেয়না কেন আমি থাকিনি তোমাকে জড়িয়ে মিনতি করি আমাকে কোন প্রশ্ন কোরনা, আমাকে যেতে দিয় গোলাপী নত্রের সাথে জোস্নার বৃষ্টিতে ভেজা এমনই কোন অনন্ত নত্রের রাতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।