আমাদের কথা খুঁজে নিন

   

হ য ব র ল -র "অর্থহীন পোষ্ট" অনুপ্রানিত হয়ে-এক ঝাক জোনাকি

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

জানিস এমন একদিন ছিল। চারদিক ঘুট ঘুটে অন্ধকার। এখনকার মত বিজলীবাতি তো আর ছিল না। রাত আসলেই অন্ধকার নেমে আসত। যাকিছু আলো কুপি আর হারিকেন।

তা তো শুধু নিজের জায়গাটাই আলোকিত করে রাখত। তাহলে বাইরে যেতে কি করে নানু? ভয় লাগতো না? না একদম ই না...অনেক জোনাকি ছিল। জোনাকি জানিস না?ছোট ছোট পোকা, তার ভিতরে আলো জ্বলে। অন্ধকারে ভালো দেখা যায়। তোরা চিনবি কি করে? তোরা তো বিজলী র আলোয় পথ দেখিস।

তখন ছিল জোনাকি। রাত হলে ই ঝোপ ঝাড়ে, পথে -ঘাটে জোনাকি জ্বলে উঠত। সে আলোতে ঠিক পথ চিনে নিতে পারত সবাই। বলতে বলতে কেমন উদাস হয়ে গেল নান। ুএখন নিজ মনে কথা বলে চলেছে।

প্রায় ই এমন করে। বলতে বলতে সব ভুলে যায়। এখন তো অনেক আলো, বিজলি বাতি ঘরে ঘরে, বাইরে লাল নীল রংয়ের আলোর বাহার,জোনাকিরা লজ্জায় পালিয়েছে। ওরা কোথায় গিয়েছে? আর আসবে না? আসবে , যখন আবার লোডশেডিং সুরু হবে , ধীরে ধীরে জোনাকি ও আসতে থাকবে, যখন সব অন্ধকার হয়ে যাবে, সব জোনাকি দেখবি ফিরে আসবে,ঝাকে ঝাকে জোনাকি পথে নেমে আসবে। ঠিক ফিরে আসবে, সব জোনাকি, আরও একটু লোডশেডিং হতে দে, আরও একটু অন্ধকার নামতে দে।

বিড় বিড় করতে করতে নানু ঘর থেকে বের হয়ে বারান্ধায় দাড়ালো, যেন এখনই একটা জোনাকি পোকা তাকে খবর দিতে আসবে, কখন তারা আসবে.।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।