আমাদের কথা খুঁজে নিন

   

বাপ কা বেটা

জ্বরে যার জীবন গড়া তার আবার জ্বর কিসের

ছেলের অভ্যাস সব সময় কিছু না কিছু চুরি করার। সুযোগ পেলেই কিছূ একটা চুরি করবেই। ছেলের এহেন কর্মকান্ডে বাবা ভীষন চিন্তিত। অনেক ভেবে চিন্তে বাবা একদিন বুদ্ধি করলেন ছেলেকে একটা শিক্ষা দেওয়া দরকার। একদিন বিকেল বেলা ছেলেকে মিষ্টি কিনতে দিলেন।

মোটে একটা মিষ্টি তাও আবার দুই টাকা দামের। এদিকে ছেলে দারুন মুসকিলে পড়ল । দুই টাকা দিয়ে মিষ্টি কিনলে টাকা মারবে কেমনে। এই ভাবে সাত পাচ ভেবে চিন্তে মিষ্টি কিনে বাসায় ফেরার সময় হটাৎ বুদ্ধি খেলে গেল মাথায়। মিষ্টি তো আর অর্ধেক খাওয়া যায়না আবার চুরি না করলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে।

তাই সে পুরো মিষ্টিটা মুখে পুরে ফেলল। পুরো রসটা চেটে পুটে খেল এবার মিষ্টিটা মুখ থেকে বের করে মহাআনন্দে বাবার কাছে নিয়ে গেল। আর মনে মনে বলে উঠলো মিষ্টি না হোক মিষ্টির রস তো খেল.....................কি বুঝলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।