আমাদের কথা খুঁজে নিন

   

18 ই জুন বাবা দিবস এবং অমার পছন্দের একটি গান (বাবা....জেমর্স)

ঘুমিয়ে পড়ার আগে......

Fathers Day date is 18th June and don't forget to make this day special for you dad. F.A.T.H.E.R.S F faithful A always there T trustworthy H Honoring E Ever-loving R Righteous S Supportive Father's Day earliest appearance was in 1908, 1 year after Mother's Day. A National Fathers Day Committee was established in 1936 and in 1972 the 3rd Sunday in June became a National Holiday. বাবা জেমর্স ছেলে আমার বড় হবে,মাকে বলত সে কথা হবে মানুষের মত মানুষ এক,লিখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না,বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,কি করবি রে বোকা এত রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক উধের্্ব হঠাৎ অযানা ঝড়ে তোমায় হারালাম ,মাথায় আকাশ ভেঙ্গে পরল বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখিনা তোমায় কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয় চশমাটা তেমনি আছে,আছে লাঠি ও পাঞ্যাবী তোমার ইযিচেয়ার টা ও আছে, নেই সেখানে অলস দেহ তোমার আজানের ধনি আজ শুনি,ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি শুধু শুনিনা তোমার সেই দরায কনঠে পরা পবিএ কোরআনের বাণী বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখিনা তোমায় কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয় ছেলে আমার বড় হবে,মাকে বলত সে কথা হবে মানুষের মত মানুষ এক,লিখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না,বাবা বলত খোকা ও খোকা যখন আমি থাকবনা,কি করবি রে বোকা এত রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উধের্্ব হঠাৎ অযানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙ্গে পরল বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখিনা তোমায় কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।