আমাদের কথা খুঁজে নিন

   

নওরীন'এর সিস্টেম লস

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

দেহের বয়স বাড়ছে বাড়ুক এই সিস্টেম খোদার হাতে, মনের বয়স ধরবো চেপে সেই সিস্টেম আমার হাতে। কুড়ি হলেই হয় যে বুড়ি দাদী নানী বলতো হেসে, এখন আমি বুঝতে পারি এতো কেন মানুষ দেশে। সাবালিকা না হতেই সব বিয়ের কথায় উঠতো হেসে, নাতি পুতির স্বপ্ন দেখে স্বামীসোহাগে যেত ভেসে। বছর বছর নতুন মুখ দেখতো সবাই ঘটা করে, মানুষ করার তাগিদে সব বেচতো জমি দায়ে পরে। বাড়লো মানুষ দিনে দিনে সংসার গেল বেড়ে বদলে গেল মুখের বুলি অভাব এলো তেড়ে। বুড়ি হলো স্বভাব দোষে বয়স কি আর ছাড়ে, কুড়ি হলেই হয়না বুড়ি বুঝলো হাড়ে হাড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।