আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন চিমবুকঃ- 01



চিমবুকঃ পাহাড়ের পর পাহাড়। মাঝখানে জেলা বান্দরবান। বাংলাদেশের সবের্াচ্চ উচ্চতাসস্পন পাহাড়গুলোর অবসহান এই বান্দরবানে। এর মধ্যে কয়েকটি হচ্ছে বিজয়(প্রায় 5হাজার ফুট),তাজিংডন(4হাজার 500ফুট),কেওক্রাডাং, চিমবুক ইত্যাদি। চিমবুক পাহাড়ের উচ্চতা 3হাজার 200ফুট।

পার্বত্য জেলার 13টি আদিবাসীর প্রায় সবগুলোর অবসহান এই বান্দরবানে। আদিবাসীগুলো হচ্ছে চাকমা,মারমা,এিপুরা,ম্রো, খুমি,লুসাই,বোম, উসুই,পাংখো,তঞ্চ্যঙ্গা খ্যাং ওচাক। তবে মারমা সমপ্রদায়ের লোকসংখ্যাই বেশি বান্দরবানে। কিভাবে যাবেনঃ ঢাকা থেকে বাস/ট্রেন/বিমানযোগে চট্রগ্রাম এসে সেখান থেকে বাসে বান্দরবান যাওয়া যায়। এছাড়া ঢাকা থেকে চট্রগ্রাম সরাসরি এস আলম পরিবহনে যাওয়া যায়।

চট্রগ্রাম থেকে পূরবী পূবাণীতে যাওয়া যায়। বাস ছাড়ে বহদ্দারহাট থেকে। বান্দারবান থেকে চিমবুকে যেতে হবে জিপ গাড়িতে। যাকে সহানীয়ভাবে বলা হয় চান্দের গাড়ি। চান্দের গাড়িতে গেলে নামতে হবে বুলি বাজারে।

জিপ নিয়ে সরাসরি চূড়ায় যাওয়া যায়। ভাড়া রিজর্াভ হলে 1000/1200 টাকার মধ্যে। নিজস্ব জিপ নিয়েও যাওয়া যায়। বান্দরবান জেলা সদর থেকে 364টি ছোট-বড় মোড় অতিক্রম করে 26 কিঃমিঃ দূরে চিমবুকে যেতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.