আমাদের কথা খুঁজে নিন

   

পেট পুরে খাই দেশী চালের কুইজিন!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার প্রতিদিনের প্রদক্ষিণ এই স্বত্তা জুরে শরীর একাই অনেক রূপে হিচকি্ মারে তাঁতায় খায়েস অধিক লোভের ইস্টিসনে নিয়ন্ত্রণে বেঁচে থাকি ভুরিভোজের নিমন্ত্রণে। বহির্জগত দেখি ক্যবল কথার যন্ত্রজুরে কলিং বেলে বধির, কপাটখানি বন্ধ থাকে বদমায়েশেরা ডোরভিউতে বাজায় তালি তবু আমার বিশাল আকাশ লেখায় জোটে। বদ্ধ আমি সারাবেলা, সুযোগ পেলে মুক্ত যুক্ত হতে দেশী ভাষার খোলা স্রোতে পরানের ছিঁপটি খুলে ছুড়ে ফেলি মুখোশ দেশী চালের কুইজিন খাই নিত্য হাপুস হুপুস। শেষ ছত্রটি নিচের মত ছিল; কোনটা সাটাবো শেষমেষ! সিদ্ধানত্দ আপনাদের। বদ্ধ আমি সারাবেলা, সুযোগ পেলেই মুক্ত যুক্ত হতেই দেশী ভাষার খোলা স্রোতে প্রগলভতায় মেতে পরানের ছিঁপটি খুলে পেট পুরে খাই দেশী চালের কুইজিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।