আমাদের কথা খুঁজে নিন

   

শমিতের "শব" : যেন আমারি সব

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

শবে শব্দের মিছিল দেখিয়া হাসিল নিখিল_ কহিল, "শবযাত্রায় এমন শব্দহীন মৌন মিছিল, করে শব্দকে গতিহীন। শব্দকে জুড়ে দাও নিঃশব্দের পরে, শবদেহ যেমন কফিনে সমাহিত হয়ে ভাবে_ এইতো থেমে গেছে সব শব্দের মিছিল"। অকষ্মাৎ সশব্দে হাসেন বিধাতা_ বলেন, "নিখিলের কাজ সরবে শব্দকে বয়ে নেয়া"। শিশু নিয়ে "শব" কাটায় শৈ'শব যৌবনে হারায় সে "শব"। তাই বৃদ্ধের কাছে নতজানু হয়ে বলে যৌবন, "শবের মিছিলে আসিব সবে শব হয়ে রইব শব্দের মাঝে। খুলে দাও শব্দের অবারিত দ্বার"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।