আমাদের কথা খুঁজে নিন

   

এই কি শেষ উপায় !!

সদ্য প্রয়াত বিকালে সমমনা এক বন্ধুর সাথে আসিফ মহীউদ্দনকে নিয়ে খুচরা আলাপন হচ্ছিল । এই ব্যাপারে অনলাইনে প্রত্যেকটি মন্তব্য ছিল - "..........................." । কোন মন্তব্য না দিয়ে এমন নীরবতার হেতু জানতে চাইলে বলল কারণ দুইটা । প্রথমত, এমন অপ্রিতিকর ঘটনায় সে হতবাক । তাহলে কি ক্রমশ হারিয়ে ফেলছি বাক স্বাধীনতা ? স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা তো কবেই খোয়া গেছে । অস্বাভাবিক এ বেঁচে থাকার প্রয়াসটুকুও কি মরীচিকা প্রতিপন্ন হতে চলেছে ? আর দ্বিতীয় করণটা হল - মন্তব্যের পরবর্তী সময়ে বিরোধীদের আক্রমণ । এসব থেকে পরিত্রানের উপয়ও বাতলে দিল বন্ধু আমার - আমাদের মত অমানুষদের জন্য আলাদা সাইট দরকার । এই কি শেষ উপায় ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।