আমাদের কথা খুঁজে নিন

   

এক বদমাশ



এক বদমাশ এক বদমাশ, রোজ মাঝরাতে হল্লা মাচায়। বলে আয়- রাত্রির কাছে আয়। বলে আয়- পথের ধূলায়। বলে আয়- দেখি রাতের নগরী। বলে আয়, দেখি য়্যাভিন্যুতে চাঁদ, গাছের পাতায় নিয়নের রাতি, মায়াবী হলুদ সোডিয়াম বাতি।

এক বদমাশ রোজ বলে, আয় খেলি। আয় ডুব দেই শীতের চাদরে, দুই হাতে মেখে নেই কুয়াশার নদী। রোজ বলে, আয় এইখানে ঘর বাঁধি- এই ফুটপাতে। আয়- স্বপাক আহার, আয়- বৃষ্টির রাতে, জানালাবিহীন খোলা ঘরে, ছাদহীন রঙিন আকাশে, ভেজা ব্যাঙ হয়ে নাচি। আয় - ছেঁড়া পলিথিনে ডুব দেই, আয় - উদুরী, খুশকি, উকুন, আমাশা- শ্লেষ্মার নদী দেই পাড়ি।

বলে আয়- সানকিতে খাই, স্বপ্নের পান্তা-ইলিশ। রোজ বলে, আয়। রোজ বলে- আয় পথে নাম, আয় পথে নেমে আয়। সোনালী সন্ধ্যায়, মায়াবী রঙিন রাতে, গেলাসে রঙিন সরাবীর রাত্রে না হয় আয়। আয় বৃষ্টির ছাঁটে, আয় বাতাসের সাথে, আয় বাজ পরা পোড়া ডালে, বাঁধি ঘর।

আয় ন্যাতানো শিশুর মৃত্যুর সাথে, আয়, আয়, আয়। রোজ এক বদমাশ বলে, আয়। বলে, চল ঘুরে দেখি- সেই সব ছবি, শুনি না দেখা পাখির গান। দেখি মাংশের দরাদরি, গঁদা'র, চেল্লি, জয়নুল, দা'লি। বলে আয়, আয় - পালাবি কোথায়? বুকের ভেতরে বসা এক বদমাশ- রোজ ডাকে, আয়- পালাবি কোথায়? ০৭.০৭.২০০৫ মতিঝিল, ঢাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।