আমাদের কথা খুঁজে নিন

   

দাসেরে করিও ক্ষমা

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

গনিকা আমার অপ্সরা প্রিয়তমা শাড়ী খুলে রেখে পরো আকাশের নীল, যুগল কুসুমে থরো থরো অনুপমা চোখ দুটো হোক স্বপ্নের গাঙচিল । গনিকা আমার অপ্সরা সোনামনি আঙ্গুঁলে বাজাও রুপার মুদ্্রা টাকা, শংখিনী ফনা তোলো তুমি এক্ষুনি বিষে ভরে যাক বাদশাহী আংরাখা । নেহাত ভৃত্য বাদশাহী করি কেনো? তুমি প্রিয় তুমি জানো নাকি শাহজাদী? পকেটে তোমার মোহরের ধ্বনি যেনো সসাগরা দেশ,পৃথিবী করেছে বাদী । আমারই কেবল, আমারই হে প্রিয়তমা তুমি তো আমার স্বদেশের শাহজাদী যুগল কুসুমে থরো থরো অনুপমা তুমি তো আমার সোনামনি শাহজাদী । গনিকা আমার অশলীল অভিমান তবু ও যখন দুর্ভিক্ষের অমা গ্রাস করে দেশ , নাভিতে সবুজ ধান বুনে দিয়ে তুমি 'দাসেরে করিও ক্ষমা' । [আবুল হাসানের এই অসম্ভব প্রিয় কবিতাটা পড়লাম ব হুদিন পর । ধন্যবাদ রাসেল(.......) । ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.