আমাদের কথা খুঁজে নিন

   

কিস দ্যা রেইন



বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি ! এত বৃষ্টি গত তিন বছরে আমি দেখিনি। একটানা 7 দিন ধরে ঝরঝর বারিধারা ঝরে চলেছে। আজ সকালে ঘুম থেকে উঠে শুনি, মা রবীন্দ্র সংগীতের সিডি চালিয়ে দিয়েছেন। সকাল হলেও কেমন অন্ধকার, সন্ধ্যা মনে করে ধাঁধাঁ লেগে যায় মনে। ইন্দ্রানী সেনের নিজস্ব ঢংয়ে গাওয়া "এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়" শুনছিলাম কাঁথা মুরি দিয়ে। উইকএন্ড বলে তাড়া ছিলনা কোন কিছুতেই। রান্নাঘর থেকে বাটার ওয়েলে কোন কিছু ভাজার গন্ধ আসছিল নাকে। পরোটা, খুব চিকন করে কাটা আলু ভাজি, সাথে ডিম ভাজা খেয়ে কম্পিউটারের সামনে বসে খুঁজে খুঁজে বিলী মায়ার্সের 'কিস দ্যা রেইন' গানটা চালালাম। রবীন্দ্রনাথের ওপরের গানটার সাথে বিলী'র এ গানটার কোথায় যেন একটা মিল আছে, তাই খুঁজছিলাম ব্যলকনিতে হালকা বৃষ্টির তোপে নিজেকে সঁপে দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।