আমাদের কথা খুঁজে নিন

   

এক কথায় প্রকাশ করেন...

পূর্ণিমার চাঁদ যেন লোলায়িত রুটি !
একজন প্রচন্ড সৃষ্টিশীল ব্লগার দিনে কতটা কবিতা লিখতে এবং ব্লগে প্রকাশ করতে পারেন বলে আপনার ধারনা ?? প্রতিদিন পাঁচ-সাতটা কবিতা প্রসব করা ব্লগারও আছে এই ব্লগে । তিনি নিজেই ঘোষনা দিয়েছেন, শাফিক আফতাবই সামুতে সর্বাধিক সংখ্যক কবিতার পোস্ট দাতা হ্যা, আপনি ঠিকই ধরেছেন । আমি কবি শাফিক আফতাবের কথাই বলছি । কি এক আশ্চর্য কারনে তিনি সামুতে শাফিক আফতাব নামে লিখেন না । কিন্তু কবিতার উপরে ঠিকই 'শাফিক আফতাব' নামখানি শোভা পায় । আজ ২১ সেপ্টেম্বার টারিখে কবি তিন খানি মাল্টি দিয়া দশ খানি কবিতা পোস্ট প্রসব করেছেন । গেন্দু মিয়া ১) সাঁতার ২) বেলা পড়ে যায় ৩) হেমন্তের গান ৪) নারী স্তুতী ৫) এক মুঠো স্পর্শের চাপ অনুপম অনুষঙ্গ ১) কমলঘ্রানস্রাত ২) নিঃশ্বাসের সুভাসে ফুলে উঠে পুলকদ্বয় ৩) সাঁতার ৪) সাঁতার কবিতা থেকে কম্পোজ আমি শফিক বলছি ১) এটা একটা শিরোনামহীন কবিটা এক দিনে তিনটা মাল্টি দিয়া দশটা কবিতা প্রসব করা বোলগার কে আপনি কি বলতে চান, এক কথায় প্রকাশ করেন ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।