আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব হোষ্টিং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন আনেক দিন হলো কিছু লিখি না আজ আবার আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে হজির হলাম। আমি  ওয়েব ডিজাইন নিয়ে লিখবো লিখবো করে লেখাই হচ্ছে না তাই আজ ওয়েব ডিজাইন শুরুর আগে ওয়েব হোষ্টিং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। ডেমেন নেইমিং এর উপর আমি অলরেডি কিছু তথ্য আমার পূবের পোষ্টে দিয়েছি আজ তাই  ওয়েব হোষ্টিং
 
ওয়েব হোষ্টিং কি?
ওয়েব হোষ্টিং  হচ্ছে এমন একটি জায়গা যে খানে আপনার ওয়েব সাইটের সকল পেজ,তথ্য,ছবি ইত্যাদি সংরক্ষিত থাকে।
ছোটখাট ব্যাক্তিগত ওয়েব সাইটের জন্য এই হোস্টিং ব্যাবহার করা হয়ে থাকে। Bandwith/Monthly Traffic খুব কম থাকে।

নিরাপত্তা শক্ত হয়না। কোন ডোমেইন নামও পাবেননা।
এই হোস্টিং সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত। আমরা যে হোস্টিংগুলো ব্যাবহার করছি বা সাধারনত হোস্টিং প্রোভাইডাররা যে হোস্টিং অফার করে থাকে তা সব্ই শেয়ারড হোস্টিং। প্রফেশনাল বা কোন বড় সাইটের একটা স্বয়ংসম্পূর্ন সার্ভারের নির্দিষ্ট পরিমান সার্ভিস দরকার।

এই সমস্ত সুবিধা নিজস্ব সার্ভারে নিয়ে আসতে গেলে বেশ ব্যায়বহুল হয়ে যায়। এদের জন্য Shared Hosting উপযুক্ত। এই সার্ভারের নিরাপত্তা কম  থাকে কারন এখানে একসাথে অনেক Client এর সাইট(১০ থেকে শুরু করে আরও বেশি) একসাথে থাকে। এছাড়া আনলিমিটেড ডেটাবেস,ইমেইল,ব্যান্ডওয়াইথ এসব পাবেননা,সব সীমিত।
এই হোস্টিং এর জন্য ডেডিকেটেড সার্ভার প্রয়োজন।

এটা অনেক ব্যায়বহুল। যদি আপনার ওয়েবসাইট অনেক অনেক বড় হয় এবং শক্ত নিরাপত্তা দরকার তখন এই হোস্টিং করা চলে। এখানে আপনি অনেক ডোমেইন নাম,আনলিমিটেড ব্যান্ডওয়াইথ,ডেটাবেস এসব সুবিধা পাবেন। এই হোস্টিং ২ প্রকার
Managed Hosting: হোস্টিং প্রোভাইডাররাই সব করে দেবে যেমন নিরাপত্তা,কোন সফটওয়ার ইনস্টল দেয়া ইত্যাদি এজন্য তাদেরকে নির্দিষ্ট পরিমান টাকা দিতে হবে।
Unmanaged Hosting: আপনি যদি Server administrator হন অর্থ্যাৎ আপনি যদি নিজেই আপনার এই ওয়েব সার্ভারের সকল কাজ করে নিতে পারেন তাহলে এটা হবে Unmanaged Hosting. এতে আপনার অনেক অর্থ সেভ হবে।

সার্ভার ম্যানেজ করা শেখা যায়। ওয়েবে হাজারটা টিউটোরিয়াল আছে ইচ্ছে করলে শিখে নিজের কাজ নিজেই চালাতে পারেন।

ওয়েব হোষ্টিং এর উপাত্ত সমূহ:
ডিস্ক স্পেস/ওয়েব স্পেস (Disk Space)
ডিস্ক স্পেস বা ওয়েব স্পেস হচ্ছে আপনি সার্ভারে যতটুকু জায়গা নিবেন সেটা। এটা আপনি ঠিক করবেন আপনার সাইটের উপর ভিত্তি করে যদি ছোটখাট সাইট হয় তাহলে কয়েকশ মেগাবাইট জায়গা নিলেই চলবে। কিন্তু আপনার সাইটে যদি অডিও,ভিডিও,গ্রাফিক্সের কাজ থাকে তাহলে বেশি লাগবে।


ব্যান্ডওয়াইথ (Monthly Traffic/Bandwith)
এটা হচ্ছে সার্ভার থেকে ইউজারের (ইউজার হচ্ছে ঐ ব্যাক্তি যে আপনার সাইটটি ব্রাউজ করে) কম্পিউটারে মাসে কতটুকু ডেটা transfer হবে। যদি আপনার সাইট অনেক বিখ্যাত হয় এবং প্রতিদিন হাজার হাজার বার ভিজিট হয় তাহলে আপনার অনেক ব্যান্ডওয়াইথ লাগবে। অনেকে অল্প ব্যান্ডোয়াইথ নেয় হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ফলে মাসের মাঝখানে সাইট damage হয়ে যায়। মনে হয় সে ধারনাই করতে পারেনাই যে তার সাইট টি এত লোক ভিজিট করবে। হোস্টিং প্রোভাইডাররা তাদের প্যাকেজগুলোতে প্রতিটি প্যাকেজের জন্য আলাদা আলাদা ব্যান্ডোয়াইথ নির্দিষ্ট করে দেয় যেমন 5GB,8GB ইত্যাদি।

আপনার কোনটি দরকার তা হিসেব করে দেখবেন নিচে একটা হিসেব করার নিয়ম দেয়া হল-
পেজের গড় সাইজ*আনুমানিক মাসে কতবার পেজ ভিজিট হবে
যদি পেজের সাইজ গড়ে 30KB হয় আর আপনার অনুমান মাসে 50,000 বার পেজ দেখা হবে তাহলে আপনার মাসে ব্যান্ডওয়াইথ দরকার হবে 0.03MB*50000=1.5GB
বড় বড় কমার্শিয়াল সাইটগুলির মাসে 100GB এর চেয়েও বেশি ব্যান্ডওয়াইথ খরচ হয়।
কানেকশন স্পিড (Connection Speed)
কোথাও হোস্টিং করানোর আগে দেখে নিবেন যে তাদের সার্ভারে হোস্টকৃত সাইটগুলি কত তারাতারি লোড হচ্ছে এভাবে অনেক গুলি হোস্টিং কোম্পানীর মধ্যে তুলনা করতে পারবেন। আরেকটা বুদ্ধিমানের কাজ হল কোন হোস্টিং কোম্পানীতে যেসব সাইট হো্স্টিং করা আছে সেসব সাইটের মালিকের সাথে যোগাযোগ করা এবং তথ্য নেয়া।
পিএইচপি ভার্সন (PHP version)
কিছুদিন পরপরই পিএইচপির নতুন নতুন ভার্সন আসে তাই হোস্টিং করানোর আগে দেখে নিবেন তাদের সার্ভার পিএইচপির সর্বশেষ ভার্সন সাপোর্ট করে কিনা তা না হলে PHP code ঠিকমত এক্সিকিউট হবেনা।
আপটাইম (Uptime)
যে হোস্টিং প্রোভাইডারের কাছে আপনার সাইট হোস্ট করাবেন তাদের সেই সার্ভার যতক্ষন চালু থাকবে ততক্ষন আপনার সাইটও খোলা থাকবে।

প্রায় সব হোস্টিং প্রোভাইডার প্রতিশ্রুতি দেয় ৯৯.৯৯% আপটাইম দেবে। কিন্তু কাজের বেলায় এসব উষ্ণ প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়না (বিশেষ করে বাংলাদেশী প্রোভাইডারদের ক্ষেত্রে)। যদি সার্ভার বন্ধ থাকে আর সেই সময় যদি কেউ আপনার সাইটে ঢুকতে চায় তাহলে পারবেনা এমনকি সার্চ ইন্জিনগুলোর সার্চ রেজাল্টেও দেখাবেনা ফলে আপনার সার্চ ইন্জিন অপটিমাইজেশন ব্যার্থতায় পর্যবশিত হবে। গুগল আপনার সাইটের ranking অনেক নিচে নামিয়ে দেবে। আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে আপটাইম কতক্ষন দিচ্ছে তা http://www.internetseer.com  বা http://www.alertra.com এই সাইট থেকে বিনামুল্যে যাচাই করে দেখতে পারেন।


আজ এ পর্যন্তই আগামী দিন আরো কিছু তথ্য নিয়ে হাজির হবো সবাই ভালো থা কেন । কোন ভূল  হলে মাফ করে দিয়েন। আর কোন সাজেশন থকলে দিয়েন।
যদি হাতে সমায় থাকে আমার সাইট থেকে  ঘুরে আসতে পারেন
For Update Software

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.