আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে টেলিমেডিসিন সেন্টার চালু

যশোরের ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে (ইউআইসি) দেশের প্রথম টলিমেডিসিন সেন্টার চালু করেছে। ফলে এ অঞ্চলের মানুষ ১০০ টাকা ফিস দিয়ে রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড (প্রা.) হসপিটালের বিশেষজ্ঞ চিকিত্সকদের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলে পরমর্শ নিতে পারবেন।
 
আজ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান স্কাইপের মাধ্যমে রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড (প্রা.) হসপিটালের বিশেষজ্ঞ চিকিত্সকের কাছে দাঁতের সমস্যার পরামর্শ নিয়ে এ টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, টিডবি্লউজি বিডির প্রধান অধ্যাপক ডা. রেজা বিন জায়েদ, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জাহিদ হোসেন পনির, প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।