আমাদের কথা খুঁজে নিন

   

শুভেচ্ছা দূত তারকারা

শোবিজ প্রতিবেদক

জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী ও ক্রিকেটার সাকিব আল হাসান। শিশু, নারী, মানবতা ও সর্বোপরি বিশ্ববাসীর কল্যাণে জাতিসংঘের কাজে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে ইচ্ছুক খ্যাতিমান তারকাদের শুভেচ্ছা দূত মনোনীত করে থাকে ইউনিসেফ।

জুয়েল আইচ বলেন, 'বাংলাদেশের হয়ে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের। ব্যক্তিগত পেশার মাধ্যমে আগেও বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে তুলে ধরেছি। আশা করছি, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।

' শুভেচ্ছা দূত মনোনীত হয়ে শিশুদের স্বার্থ সংশিষ্ট বিষয়ে মৌসুমী কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আমার অসম্ভব ভালো লাগছে।

শিশুদের জন্য কিছু করা অনেক দিনের ইচ্ছে। পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে পারব এটাও অনেক বড় পাওয়া। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রেখে সমাজ পরিবর্তনে অংশ নেবেন তিনি।

অন্যদিকে রিপাবলিক অব কোরিয়ার শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ঢাকার কোরিয়ান দূতাবাসে তার হাতে এ যোগদানপত্র তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার অ্যাম্বাসেডর এইচ ই লি ইয়ান-ইয়ং। দূতাবাস সূত্রে জানা গেছে, অভিনেত্রী তিশা কোরিয়ার শুভেচ্ছা দূত হিসেবে এ বছরের ১০ সেপ্টেম্বর চুক্তিপত্রে সই করেন। তাকে আগামী দু'বছরের জন্য সাংস্কৃতিক শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হলো।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.