আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই বেহায়া পনা ...

মোহাম্মদপুর,ঢাকা ।

গত ফেব্রুয়ারী মাস মানে গণ জাগরণ তৈরি হওয়ার পর থেকেই ফেসবুকে এবং ব্লগে কিছু আদম দের পদচারনা এমন পর্যায় পৌঁছে গেছে যে , তারা এখন নিজেদের সেলিব্রেটি সাজানোর নেশায় ব্যাস্ত হয়ে পড়েছে , কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যায় তাদের বেশির ভাগ ই "তলা বিহীন ঝুড়ি" আদতে দেওয়ার মত কোন পরিচয় নেই তবু এমন সব কমেন্ট আর স্ট্যাটাস লিখে যা দেখলেই এক জন বিবেকবান মানুষ তাদের অবস্থা বুঝতে পারে, তার চেয়েও বড় কথা হল নিজেকে সেলিব্রেটি ভাবার আগে নিজের আচার - আচরণ , চলা ও বলায় সংযত হওয়া শিখতে হবে , কারণ দুর্ভাগ্য জনক হলেও যে কোন সুবাদে তার যে কয়জন অনুসারি বা বন্ধু জুটিয়েছে তাদের কথাও মাথায় রাখতে হবে , অনিচ্ছাকৃত কোন ভুল হয়ে গেলে তার জন্য ক্ষমা চাওয়া ইত্যাদি ...। তবে হ্যা কিছু কম বয়সই ছেলে/মেয়েরা অনেক সময় অতি আবেগ অথবা জেদের বশে কখনো কখনো কিছু বাজে ভাষার ব্যাবহার করে ফেলে , সে ক্ষেত্রে তাদের বয়স কম বলে একটু তাদের বুঝিয়ে বললেই তারা ঠিক হয়ে যায়, আসলে ফেসবুকে বা ব্লগে দুষ্টুমি করার ও একটা লিমিট থাকা উচিত ,কারন এখানে অনেকের পরিবারের অন্য সদস্য ও থাকতে পারে , কিন্তু কে শুনে কার কথা ফেসবুকে/ব্লগে ঐ ধরনের যত আদম পয়দা হয়েছে তারা তো নয় ই । আরও অবাক লাগে যখন দেখি ত্রিশঊর্ধ্ব মানুষ গুলো অবলীলায় তাদের বেহুদাপনা / বেহায়াপনা করতেই থাকে । হায়রে মানুষ কেন বুঝিনা আমাদের জন্ম হয়েছে ভালো কিছু করা ,বলার জন্য ঐ ধরণের নোংরামির জন্য নয় । আর বাজে কথা বলে লাইক বা কমেন্ট দৃশ্যত পেলেও তাদের পরিবেশ , পরিবার এবং জন্ম নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় , তবে কেনও এই আচরণ ?? আমরা কেনও আমাদের এই ভুল গুলোর দিকে নজর দেইনা ??? কেনও ক্ষমা চাইনা ?? কেন ফেসবুক বা ব্লগে এ নিজে নিজে সেলিব্রেটি সাজার ভান করি ??? — feeling very very annoyed.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।