আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের জন্য টি শার্ট

কুকুরের জন্য আগে রেস্টুরেন্ট, বাথরুম তৈরীর পাওয়া গেলেও এবার পাওয়া গেছে ভিন্ন একটি খবর। আর সেটি হচ্ছে কুকুরের জন্য টি শার্ট তৈরি করেছে লন্ডনের একটি ফ্যাশন হাউজ।
 
কুকুরের জন্য তৈরী এই টি শার্টটির বিশেষত্ব হল, এটি গায়ে দিলে কুকুর ভয় কম পাবে, সহজে নিশ্বাস নিতে পারবে এবং লন্ডনের অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পাবে। এছাড়া এই টি শার্ট নাকি কুকুরের রাগও কমিয়ে দিতে সহায়ক হবে।
 
এক সপ্তাহে দুই থেকে তিনবার এই টি শার্ট কুকুরকে পরানো যাবে।

মোট তিনটি রঙ্গের টি শার্ট তৈরি করেছে বিক্রয়কারী প্রতিষ্ঠান। টি শার্ট বিক্রির প্রতিষ্ঠানের মালিক লিসা ডি অ্যাগুয়ার বলেন ক্রেতারা কুকুরের জন্য এমন পোশাক পেয়ে খুব খুশি।
 
একজন ক্রেতা কুকুরের এই পোশাক পেয়ে দারুন খুশি। এই পোশাক পড়ে নাকি তার কুকুরের রাগ কমেছে অনেক। আর দেখতেও নাকি দারুন হ্যান্ডসাম লাগছে পোষা কুকুরটিকে।

 
তবে প্রাণী বিশেষজ্ঞ সারা ফিশার বলেছেন, এতে নাকি অন্য প্রাণীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। অন্য প্রাণী কুকুরকে এভাবে দেখলে কাছে আসতে ভয় পাবে। যে কেউ ইচ্ছে করলে তার পোষা প্রাণীটিকে রক্ষার জন্য পোশাক পড়াতে পারে। তবে এ জন্য বিশেষ পোশাক তৈরির মানে হয় না। এ জন্য নাকি কোর্টেও যেতে পারে তিনি।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।