আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে আয় করার পরিপূর্ণ ট্রেনিং (গ্যারান্টেড)

অনলাইনে আয় করার পরিপূর্ণ ট্রেনিং (গ্যারান্টেড)
প্রথমে সকলকে সালাম জানিয়ে শুরু করছি।
প্রথমে আমার সম্পর্কে কিছু কথা না বললেই নয়-
আমি একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং এর ব্যাপক পৃথিবী নিয়েই আমার সময় কাটে। আমি কখনো একজন ওয়েব রিসার্স কনসালট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, পাসোর্নাল এ্যাসিস্ট্যান্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কাস্টমার সার্ভিস, ইমেইল সাপোর্ট এবং এই ধরনের আরো অনেক রিলেটেড কাজ করে থাকি।
এখানে এই পোষ্টটি লেখার উদ্দেশ্য:
টেকটিউন্স প্লাটফরমটি আমার কাছে বহুদিনের পরিচিত।

কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত থাকার কারনে লেখালেখি করার সুযোগ পাইনা। কিন্তু আজকে আর না লিখে থাকতে পারলাম না। আজকাল ইন্টারনেটে টাকা আয় নিয়ে এত বেশি পরিমানে লেখালেখি হচ্ছে যা আপনারা জানেন। নতুন যারা আছেন তারা খুব কষ্টে আছেন। কারন তাদেরকে কেউ ভাল করে সবকিছু খুলে বলে না অথবা কেউ লিখতে চায় কিন্তু সময় পায়না।

তাই দেখা যায় নতুন নতুন টাকা আয় করতে ইচ্ছুক ভাই-বোন পিটিসি নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ে। যখন আর কিছুই না পায় তখন এই পিটিসি সাইট নিয়ে নানারকম কথা বলে রেফারেল বাড়ানোর জন্য পোষ্ট করে থাকে। কিন্তু কিছুদিন পর তাতেও সফল হতে পারেনা। কারন হলো নতুনরা সত্যিই কিছু না জেনে শেখার চেষ্টা করে। গাইডলাইন দেয়ার মত কোন লোক নেই।


আমি অনেক লেখা পড়েছি-এখানে অনেক ভাইরা লিখেছেন এরকম- ‘’ভাই একটু ভাল করে ছবি সহ লেখেন’’, ভাই আপনি কি টাকা পেয়েছেন?’’, ভাই ফ্রিল্যান্সিং শিখতে চাই একটু হেল্প করেন, ইত্যাদি। ঠিক তাদের কথা বিবেচনা করেই আমি একটি ১ মাসের কোর্স পরিচালনা করতে ইচ্ছুক। তবে একটি কথা।
আপনি নিশ্চই আমার সাথে একটি বিষয়ে একমত হবেন যে, বর্তমানে টাকা ছাড়া অর্থাৎ লাভ ছাড়া কেউ কোন কিছু করে না। হ্যা।

আমাকে মাফ করবেন, আমিও এই কোর্সটি মাত্র ২০০০ টাকায় প্রতি নতুন লোককে শেখাতে ইচ্ছুক। কোর্সের মেয়াদ ১ মাস। ১ মাস এর মধ্যে আপনাকে ফ্রিল্যান্সিং এর জগতে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে উপযোগী করে তোলা হবে। সবই হবে অনলাইনে ইমেইল এবং স্ক্যাইপের মাধ্যমে। ১ মাস পরে পরবর্তী ইমেইল সাপোর্ট দেয়া হবে।

যে কোন প্রশ্ন করবেন এবং তার উত্তর দিয়ে আপনাকে সাপোর্ট দেয়া হবে।
এখন আপনারা কারা কারা এতে আগ্রহী আমাকে কমেন্ট করুন। তবে জানি টাকার কথা লিখলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু ভাই আমি যখন শিখেছি তখন আমিও অনেক কষ্ট করে শিখেছি এবং টাকা ব্যয় করেছি। একটি কথা কি বলতে পারেন টাকা ছাড়া ফ্রিল্যান্সিং এর এত বড় প্লাটফরম এর সকল তথ্য দিয়ে আপনাকে কে ফ্রিতে সাহায্য করবে?তাই ভাল কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কিছু টাকা ব্যয় করতে হবে।


ফ্রিল্যান্সিং সকলের জন্য নয়। তবে যারা অনলাইনে আয় করতে ভালবাসেন, সত্যিই অনলাইনে আয় করতে চান তারা আমার এই লেখাটিকে সাপোর্ট করুন এবং আপনার মতামত আমাকে লিখে জানান। আমি উত্তর দিবো।
আপনাদের সাড়া পেলে আমি আপনাদের জন্য এই কোর্সটি চালু করবো। এটি একটি প্রারম্ভিক পোষ্ট।

আপনাকে রিভিউ ও মতামতের জন্য এই পোষ্টটি লিখেছি।
তাই যে কোন প্রশ্ন, যে কোন মতামত লিখুন এবং জানান।
ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।