আমাদের কথা খুঁজে নিন

   

সেলিব্রেটি রেটিং স্কেল!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

ফেসবুক একটা মিশ্র সোসাইটি। তবে এখানে সেলিব্রেটি প্রচুর। অনেক সময় হোমপেজে অনেক নাম দেখি, অনেকে বলেন অমুক তো সেলিব্রেটি, তমুক বড় সেলিব্রেটি। কিন্তু সেলিব্রেটি সংখ্যা অনেক বেশি হওয়াতে এবং সবাইকে চেনা না থাকায় মাঝে মধ্যেই কনফিউজড হয়ে যাই। সঠিক ওজনটা বুঝি না।

তাই একটা স্কেল বের করলাম। সেলিব্রেটি রেটিং স্কেল, অথবা বলা ভাল, স্ট্যাটাস রেটিং স্কেল। কোন স্ট্যাটাস কোন মানে হিট হলো সেটা বোঝা যাবে এই রেটিং থেকে। পরে রেটিং বেজ করে উপাধী দেয়া যাবে। খুবই সিম্পল উপায়ে রেটিং হবে, স্টার বেইজড সিস্টেম।

যেমন, যাদের স্ট্যাটাসে লাইক সংখ্যা ৫ সংখ্যায় পৌছে, বা ১০ হাজার ক্রস করে ঐ স্টাটাসটা 'ফাইভ স্টার' রেটে হিট, এবং স্ট্যাটাসদাতাকে বলা যেতে পারে "ফাইভ স্টার" সেলিব্রেটি। যেই স্ট্যাটাস / যাদের স্ট্যাটাসে ৪ সংখ্যার লাইক থাকে, মানে ১ হাজারের উপর, ওরা "ফোর স্টার"। যাদের স্ট্যাটাসে ৩ সংখ্যার লাইক থাকে, মানে ১শ'র বেশি, ওরা "৩ স্টার"। যাদের স্ট্যাটাসে লাইক ২ সংখ্যায় থাকে, কিন্তু ৫০'র নিচে ওরা "ফেসবুকার", তবে ৫০ এর উপরে যারা তারা 'এ্যাডভান্সড ফেসবুকার'। আর, যাদের স্ট্যাটাসে লাইক ১ সংখ্যায় থাকে তারা "রিয়েল পিপল"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।