আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে আনসারের আটটি বন্দুক ছিনিয়ে নিয়েছেন শ্রমিকেরা

গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় কলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানায় থাকা আনসার ক্যাম্পে আজ সোমবার সকালে হামলা চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। আনসারের চারজন সদস্যকে মারধর করে তাঁদের কাছ থেকে আটটি বন্দুক ছিনিয়ে নেন শ্রমিকেরা।
বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা চারটি বন্দুকে আগুন ধরিয়ে দেন। আর চারটি বন্দুক কারখানার সামনের নালায় (ড্রেন) ফেলে দেন। পরে জয়দেবপুর থানার পুলিশ আহত আনসারদের উদ্ধার করে।

একই সঙ্গে আগুনে পোড়া ও নালায় ফেলে দেওয়া বন্দুকগুলো উদ্ধার করে পুলিশ। ক্যাম্প থেকে বন্দুকের ১৩৫টি গুলি খোয়া গেছে। দুপুর পর্যন্ত খোয়া যাওয়া গুলি উদ্ধার করা যায়নি।
শ্রমিকদের হামলায় আহত আনসারের পাঁচজন সদস্য হলেন আবু রায়হান, রুকনুজ্জামান, শেখর কুমার, আবু রায়হান ও মহা আলী। আহতদের গাজীপুর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।


গাজীপুর সদর উপজেলার আনসার কমান্ডার নূর মোহাম্মদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানায় থাকা আনসার ক্যাম্পে হামলা চালান। তাঁদের হামলায় আনসারের পাঁচজন সদস্য আহত হন।
নূর মোহাম্মদ বলেন, শ্রমিকেরা আনসারের কাছে থাকা আটটি বন্দুক ছিনিয়ে নেন। পরে তাঁরা চারটি বন্দুকে আগুন দেন। বাকি চারটি বন্দুক কারখানার সামনের ড্রেনে ফেলে দেন।

জয়দেবপুর থানার পুলিশ আনসার সদস্যদের উদ্ধার করে। আগুনে পোড়া চারটি ও নালায় ফেলে দেওয়া চারটি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ। তবে ১৩৫টি গুলি পাওয়া যাচ্ছে না। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.