আমাদের কথা খুঁজে নিন

   

এবার আপনি হন SEO Expert আমাদের ধারাবাহিক টিউটরিয়াল পড়ে

সার্চ ইঞ্জিন অপটিজমাইজেসন ইংলিশ আভ্রিভিয়াসন অনুসারে যা এস ই ও (SEO) নামে পরিচিত। এর ইতিহাস খুব  বেশি  দিনের নয়। একজন নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারি হিসাবে এর পরিবত্তন ও জনপ্রিয়তা চোখের সামনে বেড়ে উঠতে দেখছি। আপনি যদি আপনার ব্লগ এর জন্য ভাল ভাবে SEO  করতে পারেন তাহলে আপনা কে আর পিছে ফিরে তাকাতে হবে না। এই পোস্ট টি আপনাকে পুরাপুরি SEO Expert না বানানো পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।

এই বার আসুন জেনে নেই কি কি বিষয় এ আলোচনা করা হবে SEO নিয়ে তার একটা সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে তুলে ধরছি:
১। সার্চ ইঞ্জিন অপটিজমাইজেসন এর পরিচিতি:পার্ট(১-২৮)
২। সার্চ ইঞ্জিন অপটিজমাইজেসন:পস্তুতি পার্ট(২৯-৪৪)
৩। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডিজাইন এবং ডেভলপমেঅ্যান্ট বেসিক:পার্ট(৪৫-৫৮)
৪। কী ওয়ার্ড রিসার্চ:পার্ট(৫৯-৭০)
৫।

Title & Meta ট্যাগ এর ব্যবহার:পার্ট(৭১-৭৬)
৬। ওয়েব পেজ লিঙ্ক ও লিঙ্ক এর পপুলারিটি বাড়ানো:পার্ট(৭২-৮৮)
৭। URL Structure ডেভেলপ ও সাইট নেভিগেশন সহজ করাঃ পার্ট (৮৯-৯৬)
৮। SEO এর জন্য Unique Content কে সঠিক ভাবে উপস্থাপন করাঃ পার্ট (৯৭-১০২)
৯। SEO টুলস এবং সার্ভিস সমুহঃপার্ট (১০৩-১০৫)
১০।

ওয়েব সাইট এর Traffic বাড়ানোর ১০০++ টিপসঃপার্ট(১০৬-১০৭)
১১।  সার্চ ইঞ্জিন রাঙ্কিং এ এর প্রভাবক সমুহ নিয়া সংক্ষিপ্ত আলোচনাঃপার্ট(১০৮-১১০)
১২। সব শেষ এ হাতে কলমে SEO চর্চাঃপার্ট(অনপেজ এবং অফপেজ)
ত আজ এই পর্যন্তয় পরের পোস্ট গুল দেক্তে নিয় মিত আমাদের সাইট এ আসুন ১০০% SEO শিখতে পারবেন ইনশাআল্লাহ্‌ ।
লিখাটি পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত । সময় পেলে ঘুরে আসতে পারেন আমার বাংলা ব্লগ হতে।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.