আমাদের কথা খুঁজে নিন

   

যত রক্ত মাখা ছবি তাদের ব্যাখ্যা চাই কোরানে ।

আসিফ মহিউদ্দিনরা ইসলাম বিরোধী । না, শুধুই ইসলাম বিরোধী না । পুরো ধর্ম ব্যাবস্থা বিরোধী । এই দেশে মুসলমান(!!)দের সংখ্যা মারাত্মকভাবে আশংকাজনক হারে বেশী তাই বোধ হয় ওদের হাতেই অপদস্ত হল । আসিফ তার মতবাদে যতটা নৈতিকতা বিচ্যুতই হক না কেন সে কিন্তু বিভ্রান্তিমুলক অপপ্রচার চালায়নি ।

সে যেটা বলতে চায় সেটা স্পষ্ট । তার কথা ভাল লাগলে মানতে পার । বিশ্বাস হলে অনুসারি হতে পার । মানতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই । না মানলে কিংবা বিরুদ্ধাচরণ করলে কোন শাস্তির ব্যাবস্থা নেই ।

আর অবিশ্বাসী বলতে শুধু আসিফই না । জনপ্রিয়তায় এদের তালিকা বেশ বড় । এরা ধর্মকে yes/no interrogative question এর মধ্যে বেধে রাখে । ধর্মের নানান মতবাদ দেখিয়ে বিভ্রান্তিতে ফেলান না । গোলাম আযম uncleরা - এক মুখে ধর্মের বাণী, অন্য মুখে ধর্মের বিকৃতি ।

ধর্মের অপব্যাখ্যায় দিকভ্রান্ত করে অজ্ঞদের । এসব আলাপন বাদ দিয়েও যদি ফেরশতা জেনে তাদের একাত্তরীয় সওয়াবের প্রতি দিকপাত করি তাতেও কম কিসে !! যারা আজও দেশকে স্বীকৃতি দিতে ঘৃণা জ্ঞান করে তাদের উপর কতবার হামলা হয়েছে শুনি ? '৭৩-এ যাদের দেশের নাগরিকানুপযুক্ত ঘোষণা করা হল তাদেরকে যারা ফিরিয়ে আনল তাদের উপর ক'বার হামলা করলাম শুনি ? যারা বিচারের অনুপযুক্ত তাদেরকে বিচার করে যে করুনা দেখাচ্ছি তাতেও যারা বিরোধিতার আয়োজন করে তাদের উপর হামলার হিসাব খানা দেখি একটু । এটা সোনার বাংলা - কোন পাকিস্তান নয় । পাকিস্তানের রক্তে আছে নৈতিকতা বিসর্জন দিয়ে, সভ্যতাকে বুটে মাড়িয়ে, ব্যাক্তিত্তকে কাঁচকলা দেখিয়ে অন্যকে আক্রমণ করে নিজের পশু্বকে জাহির করা । সেই শক্তিই পরাজয়ের গ্লানি মুছে ধর্মকে অবলম্বন করে দারাতে চাইছে ।

আযাদ স্যার, আপনার মৃত্যু ধারাবাহিকতা পাচ্ছে । যত রক্ত মাখা ছবি তাদের ব্যাখ্যা চাই কোরানে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।