আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্যে ওরা পাঁচজন

বর্ষা

২০১০ সালে মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত 'খোঁজ দ্য সার্চ'। এতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে বর্ষার। দৈহিক সৌন্দর্য আর অভিনয়দক্ষতা দিয়ে প্রথম চলচ্চিত্রেই দর্শক নজর কাড়েন তিনি। এরপর মুক্তি পায় তার 'হৃদয় ভাঙা ঢেউ', 'মোস্ট ওয়েলকাম' এবং 'নিঃস্বার্থ ভালোবাসা'। প্রতিটি চলচ্চিত্রের ব্যবসায়িক সফলতা দেশে-বিদেশে নায়িকা হিসেবে বর্ষার ক্যারিয়ারকে মজবুত করে দেয়।

কিন্তু ঢালিউডের শিল্পী সংকটে বর্ষাকে নিয়ে অন্য নির্মাতারা কাজ করতে চাইলেও এই অভিনেত্রী তার নিজস্ব প্রযোজনা সংস্থা মনসুন ফিল্মসের বাইরে কাজ করতে রাজি নন।

 

ববি

২০১০ সালে 'খোঁজ দ্য সার্চ' চলচ্চিত্রে বর্ষার পাশাপাশি নায়িকা হয়ে আসেন ববি। প্রথম চলচ্চিত্রেই তার দক্ষ অভিনয় আলোচনায় আসে। কিন্তু বিজ্ঞাপনের কাজে ববি নিয়মিত হওয়ায় চলচ্চিত্রে চাহিদা থাকা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। চলতি বছর মুক্তি পায় ববি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র 'দেহরক্ষী'।

এটিও দর্শক-নির্মাতাদের মধ্যে সাড়া জাগায়। ফলে এখন ববি নিয়মিত কাজ করছেন। মালেক আফসারির 'ফুল অ্যান্ড ফাইনাল'সহ বেশকটি চলচ্চিত্রে শীঘ্রই দেখা যাবে ববিকে।

 

অাঁচল

২০০৮ সালে 'বেইলী রোড'-এর মাধ্যমে বড় পর্দায় অাঁচলের আগমন। প্রথম চলচ্চিত্রেই সাড়া জাগান তিনি।

এরপর 'ভুল' চলচ্চিত্রটি তাকে নায়িকা হিসেবে একধাপ এগিয়ে দেয়। চলতি বছর মুক্তি পায় তার 'প্রেম প্রেম পাগলামী' ও 'জটিল প্রেম'। দুটি চলচ্চিত্রই দর্শক নজর কাড়ে। বর্তমানে সফল এই নায়িকা কাজ করছেন প্রায় একডজন চলচ্চিত্রে।

 

মাহি

২০১২ সালে 'ভালোবাসার রঙ' দিয়ে মাহির সফল পথচলা শুরু।

এরপর তার অভিনীত 'অন্যরকম ভালোবাসা', 'পোড়ামন', 'ভালোবাসা আজকাল' চলচ্চিত্রগুলো দর্শক সাদরে গ্রহণ করে। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে 'তবুও ভালোবাসি'। দর্শকের পাশাপাশি মাহির দক্ষ অভিনয়ে মুগ্ধ নির্মাতারা এখন তাকে নিয়ে অসংখ্য চলচ্চিত্রে কাজ করছেন। এগুলোর মধ্যে ইফতেখার চৌধুরীর 'অগি্ন' ও শাহীন সুমনের 'দবির সাহেবের সংসার' উল্লেখযোগ্য।

 

সারাহ জেরিন

২০১২ সালে 'জ্বী হুজুর' চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে সারাহ জেরিনের।

এতে তার কাজ প্রশংসিত হয়। চলতি বছর জেরিনের 'অন্যরকম ভালোবাসা' ও 'রোমিও ২০১৩' মুক্তি পেলে ঢালিউডে তার আসন মজবুত হয়। বর্তমানে 'বন্ধুর লাগিয়া পরান কান্দে', 'ভুলতে পারি না তারে'সহ অর্ধডজন চলচ্চিত্রে কাজ করছেন সারাহ জেরিন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.