আমাদের কথা খুঁজে নিন

   

ভালো চলচ্চিত্র মানুষকে আশাবাদী করে!

ইতিবাচক আবেগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভালো কোনো চলচ্চিত্র। বিশেষ করে ভালো গল্পের কোনো চলচ্চিত্র দেখে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি আশাবাদী হয়ে উঠতে পারেন দর্শক। সাম্প্রতিক এক গবেষণায় এমন চিত্রই ফুটে উঠেছে।
এতদিন বিনোদন-শিল্পের এমন ইতিবাচক ভূমিকা নিয়ে খুব বেশি কাজ করেননি বিজ্ঞানীরা। সম্প্রতি রুটলেজ জার্নালে ‘দ্য পারসু অব হোপফুলনেস: অপারেশনালাইজিং হোপ ইন এন্টারটেইনমেন্ট মিডিয়া ন্যারেটিভ’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে দর্শকদের ওপর বিনোদন শিল্পের ইতিবাচক প্রভাব নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরেছেন অ্যাবি প্রিস্টিন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে সায়েন্স ডেইলি।
গবেষণার ফলাফলে বলা হয়েছে, বিভিন্ন ইতিবাচক বিষয়বস্তু নিয়ে নির্মিত শিল্পকর্ম দেখে ইতিবাচক সাড়া দেন দর্শকরা। বিশেষ করে মানুষকে আশাবাদী করে তোলার ক্ষেত্রে শক্তিশালী মাধ্যম হতে পারে ভালো কোনো শিল্পকর্ম। এটা মানুষের ভেতর ভালো লাগার অনুভূতি জাগিয়ে তোলার মাধ্যমে লক্ষ্য-পূরণের জন্য পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.