আমাদের কথা খুঁজে নিন

   

দুই মডেলের সারফেস আনল মাইক্রোসফট

এক বছর আগে বাজারে আনা সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ ‘সারফেস ট্যাব ২’ ও ‘সারফেস প্রো ২’ নামের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।
মাইক্রোসফট জানিয়েছে, সারফেসের নতুন সংস্করণে প্রসেসর হয়েছে দ্রুতগতির এবং ব্যাটারি লাইফ বেড়েছে। এ ছাড়াও অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ নির্ভর ট্যাব দুটিতে ক্যামেরা উন্নত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ আরটি ট্যাবলেটর নতুন সংস্করণ ১০.৬ ইঞ্চি মাপের সারফেস ২তে যুক্ত হয়েছে এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, সামনে ৩.৫ মেগাপিক্সেল ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর দাম পড়বে ৫৭৫ মার্কিন ডলার।
ইনটেলের প্রসেসরনির্ভর সারফেস প্রো ২ ট্যাবটিতে আগের সংস্করণটির চেয়ে ৬০ শতাংশ ব্যাটারি লাইফ উন্নত করা হয়েছে বলে মাইক্রোসফট দাবি করেছে। ৬৪ গিগাবাইট মডেলের সারফেস প্রো২-এর দাম হবে এক হাজার ১৫০ মার্কিন ডলার।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।