আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা আর্থিক ঝুঁকি বাড়ায়

‘অর্থ কখনো মানুষকে সুখী করতে পারেনি, পারবেও না; কারণ সুখের কোনো উপাদানই অর্থের মধ্যে নেই। ’ মার্কিন মনীষী বেঞ্জামিন ফ্র্যাংকলিনের এই উক্তির যথার্থতার পক্ষে গবেষকেরা নতুন করে যুক্তি উপস্থাপন করেছেন। তাঁদের দাবি, নিঃসঙ্গ একজন ব্যক্তি প্রচুর অর্থবিত্তের মালিক হওয়া সত্ত্বেও অসুখী হতে পারেন।
সামাজিক বিচ্ছিন্নতার কারণে তিনি জুয়া খেলার মতো ঝুঁকিপূর্ণ বিষয়ে আকৃষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, নিঃসঙ্গ মানুষ সম্ভবত নিজের অজান্তেই অর্থ বা টাকাপয়সাকে বন্ধুর বিকল্প হিসেবে ভাবতে শুরু করেন।

তাঁরা বিশ্বাস করেন, জীবনকে আনন্দময় করে তোলার ক্ষমতা অর্থের রয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে সে রকম নয়।
শূন্যতার অনুভূতি মানুষের আর্থিক বিচারবুদ্ধিতে বাধা সৃষ্টি করে কি না, তা নিয়ে হংকংয়ের গবেষক রড ডুক্লস ও একো ওয়েন ওয়ান তাঁদের ছাত্রছাত্রীদের ওপর গবেষণা চালান। এতে প্রাপ্ত ফলাফল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক বৈঠকে উপস্থাপন করা হয়। ডুক্লস ও ওয়ান বলছেন, প্রাণবন্ত পরিবেশ ও বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যে মানুষ ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে সাধারণত বিরত থাকেন।

আর একজন একাকী ব্যক্তি ক্যাসিনোর জুয়া খেলা বা ঘোড়দৌড়ের মতো বিষয়ে বাজি ধরে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকেন তুলনামূলক বেশি। টেলিগ্রাফ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।